Monday, November 17, 2025

রাজ্যের উন্নয়নে অভিজিৎ ও তাঁর মা’কে সামিল করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

Date:

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর ২০১১ সালে ক্ষমতায় এসে তৎকালীন প্রেসিডেন্সি কলেজের জন্য মেন্টর গ্রুপ তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই মেন্টর গ্রুপে অন্যতম সদস্য ছিলেন আজকের নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। মমতার চোখ যে জহুরির চোখ, এখন সেটা প্রমাণিত।

এবার সদ্য নোবেলজয়ী অর্থনীতিবিদের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়ি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বর্তমানে বিদেশে থাকেন। তবে তার মা নির্মলাদেবীর সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাৎ সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘন্টাখানেক সেখানে কাটানোর পাশাপাশি অভিজিতবাবুর মায়ের হাতে উপহার হিসেবে তুলে দিলেন শাড়ি-মিষ্টি।

এরপর মুখ্যমন্ত্রী জানান, “আগামীদিনে রাজ্যের উন্নয়নে অভিজিতের মূল্যবান পরামর্শ নেব। শুধু অভিজিৎ কেন, তাঁর মা-ও একজন অর্থনীতির গবেষক। তাঁকেও আমাদের বিভিন্ন প্রকল্প ভাবনায় যুক্ত করব। তাঁর পরামর্শ নেব।”

উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী আরও বলেন, “ভবিষ্যতে যখন যেভাবে পারব রাজ্যের উন্নয়নে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নেব। তিনি যখন কলকাতায় আসবেন, তাঁর সময় অনুযায়ী তাঁকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সামিল করার চেষ্টা করব। রাজ্যের শিক্ষা, কৃষি, গ্রামোন্নয়ন দফতরের বিভিন্ন প্রকল্পকে আরও ভালোভাবে কীভাবে রূপায়ণ করা যায়, সেই বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করব। তাঁর মা নির্মলাদেবীও অর্থনীতির একজন গবেষক। রাজ্য সরকারের কৃষি সংক্রান্ত যে প্রকল্পগুলি রয়েছে, সেখানে নির্মলাদেবীকে যোগদান করার প্রস্তাব দিয়েছি।”

প্রসঙ্গত, চলতি মাসের শেষ সপ্তাহে একদিনের জন্য কলকাতার বাড়িতে আসবেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বেশকিছু প্রকল্প নিয়ে নোবেলজয়ী অভিজিতে সঙ্গে আলোচনা করতে পারেন তিনি।

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version