Tuesday, November 18, 2025

আমদানিতে নিষেধাজ্ঞা, জাতীয় পতাকা এবার শুধু তৈরি করবে খাদি

Date:

চিন সহ বিদেশ থেকে জাতীয় পতাকা আমদানি করার উপরে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। গত ১১ অক্টোবর বাণিজ্য ও শিল্পমন্ত্রক এক নির্দেশিকায় এই আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সম্প্রতি শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন খাদি গ্রাম উদ্যোগ ভবনের চেয়ারম্যান বিনয় সাক্সেনা। তাঁর বক্তব্য, দেশের পতাকা বিদেশ থেকে আমিদানি হচ্ছে তা কখনোই মেনে নেওয়া যায় না। চিন-সহ বিদেশের প্লাস্টিক তেরঙা পতাকা সংবিধান অনুযায়ী বেআইনি, সেইসঙ্গে পতাকা তৈরির নির্দেশিকাও উপেক্ষা করা হচ্ছে। সেই সঙ্গে খাদি শিল্পের দফারফা হচ্ছে। তথ্য দিয়ে তিনি জানান, খাদির তৈরি তেরঙা ২০১৭-১৮ সালে বিক্রি হয়েছে ৩.৭%, ২০১৮-১৯-এ ১৪%, যা দু’কোটিও ছুঁতে পারেনি। দাবি মেনে নিয়ে পীযূষ গোয়েল এই নিষেধাজ্ঞায় মত দেন।

মূলত তিনটি কারনে এই নিষেধাজ্ঞায় মত দেওয়া হয়।

১. বিদেশ থেকে মূলত প্লাস্টিকের তেরঙা পতাকা আমদানি হয়। এই জায়গাতেই বিধিনিষেধ আরোপ করতে চান খাদি চেয়ারম্যান। খাদির কাপড়ে তৈরি করলে তা যেমন আইনি হবে, পাশাপাশি সংস্থার ব্যবসাও বাড়বে। প্লাস্টিকের দৌরাত্ম্যে খাদি শিল্পের পরিস্থিতি সঙ্গীন। এই সিদ্ধান্তে জাতীয় পতাকা তৈরিতে খাদির এক চেটিয়া ব্যবসা হবে।

২. বিদেশে তৈরি তেরঙা জাতীয় পতাকা তৈরির নির্দেশনামা উপেক্ষা করছে। নির্দেশাবলী অনুযায়ী জাতীয় পতাকা তৈরি করা যাবে, হাতে বোনা উল, সুতির কাপড় আর খাদি সিল্কের কাপড় দিয়ে। অন্য কোনও কাপড়ে নয়। অথচ সীমান্ত পেরিয়ে যে সমস্ত পতাকা আসছে, সবই প্লাস্টিকের।

৩. এই নির্দেশিকায় জাতীয় পতাকার মাপও নির্দিষ্ট করে দেওয়া আছে। সেই নির্দেশও উপেক্ষিত হচ্ছে।

তিনটি কারনকেই সামনে রেখে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র।

আরও পড়ুন-জিয়াগঞ্জে শৌভিকও গ্রেফতার, তবে খুনের মামলায় না

 

Related articles

কমল শীতের দাপট, কবে থেকে ফের নামবে তাপমাত্রা? জানুন বঙ্গের আবহাওয়া আপডেট

নভেম্বরের শুরু থেকেই মোটামুটি শীত উপভোগ করেছে বাংলা।কিন্ত চলতি সপ্তাহের শুরু থেকেই ফের  তাপমাত্রার পারদ কমার বদলে কিছুটা...

বাংলাদেশি – রোহিঙ্গা তকমা! ফের অসভ্যতা সেই গিরিরাজের

ফের বাংলাদেশি, রোহিঙ্গা তকমা বাংলার মানুষকে। মিথ্যা এবং কুৎসা চলছে বিজেপির পক্ষ থেকে এবং পরিকল্পনা করে। চ্যালেঞ্জ ছুঁড়ে...

লালবাজারে বড়সড় রদবদল, বদলি হলেন ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক

লালবাজারে পুলিশের ইন্সপেক্টর স্তরে বড় রদবদল। বৃহস্পতিবার ২১ জন আধিকারিককে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে...

টুকলিবাজ বিজেপি! ‘মা’ ক্যান্টিন নকল করে দিল্লিতে চালু ‘অটল ক্যান্টিন’

টুকলি করতে করতে নির্লজ্জতার চরম সীমায় পৌঁছে গেল বিজেপি। কন্যাশ্রীর নকল হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের নকল হয়েছে। এবার সরাসরি...
Exit mobile version