রোজভ্যালি সংক্রান্ত কারণে এবার নবান্নে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে। দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে অর্থ দফতরের এক আধিকারিককে তলব করা হয়েছে।

আরও জানা যাচ্ছে, ওই আধিকারিক অর্থ দফতরের অফিসার অফ স্পেশাল ডিউটি পদমর্যাদার। তাঁকে আগামী ১৮ অক্টোবর সল্টলেক সিজিও কমপ্লেক্সে যাওয়ার জন্য বলা হয়েছে। এর আগে এই মামলা সংক্রান্ত পর্যাপ্ত নথি চাওয়া হলেও তা পাওয়া যায়নি বলে দাবি সিবিআই এর। তাই ওই অফিসারকে তলব করা হয়েছে।

আরও পড়ুন-১৪ ফুট লম্বা রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার
