Tuesday, November 18, 2025

বিধানসভা ভোটের আগে আসন্ন পুরভোটের দায়িত্বও পিকে-র হাতেই দিচ্ছে তৃণমূল

Date:

একুশের বিধানসভা নির্বাচনের জন্যই মূলত ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোরকে বাংলার রাজনীতিতে ডেকে এনেছে তৃণমূল। কিন্তু সিদ্ধান্ত একটু বদলেছে।

প্রশান্ত কিশোরের কাজে ‘খুশি’ হয়ে এবং কৌশলগত কারনে তাঁর হাতেই রাজ্যের আসন্ন পুরভোটের দায়িত্বও তুলে দিচ্ছে তৃণমূল। আগামী পুরসভা নির্বাচনের সমস্ত পরিকল্পনার দায়িত্বে থাকবে ‘পিকে’র টিম।

আগামী কয়েক মাসে পুর এলাকার প্রত্যেক জনপ্রতিনিধিদের কাজকর্ম খতিয়ে দেখবে টিম-পিকে। কারা দলের টিকিট পাওয়ার যোগ্য, কাদের ভাবমূর্তি প্রশ্নের মুখে দাঁড়িয়ে, সে বিষয়েও সুপারিশ করবেন পিকে।

আরও পড়ুন – ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ: কাল নেতাজি ইন্ডোরে উদযাপন করবে সিপিএম

ফলে 2021-এর বিধানসভা নির্বাচনের অনেক আগেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ‘পিকে’র অগ্নিপরীক্ষা শুরু হতে চলেছে। রাজনৈতিক মহলের বক্তব্য, এ রাজ্যের ভোট- রাজনীতিতে ‘পিকে’ এখনও অপরীক্ষিত। তাই বিধানসভা ভোটের আগেই পিকে-র ‘পরীক্ষা’ নিতে চায় তৃণমূলও। ওদিকে, বিধানসভা ভোটের আগের এই সেমিফাইনালে নিজের ‘সুনাম’ বজায় রাখতে বদ্ধপরিকর পিকে-ও।

এই মুহূর্তে পিকে-র পরামর্শ অনুসারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের অসন্তোষ কোথায় রয়েছে, তা খতিয়ে দেখার কাজ চলছে।

তৃণমূল কংগ্রেসের বিশ্বাস, একুশের ভোটের আগে 2020-র পুরনির্বাচনে মানুষের অসন্তোষের আগুনে জল ঢেলে দেওয়ার সুযোগ পাবেন পি কে। তৃণমূল মনে করছে, একুশে যা তৃণমূলকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। তাই দু’টি ভোটই ‘এক’ হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

আরও পড়ুন – হার মানছে তুঘলক, দু’হাজার টাকার নোট ছাপা বন্ধ করেছে রিজার্ভ ব্যাঙ্ক

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version