Sunday, November 16, 2025

সর্বনাশা অর্থনীতি, তাই চোখ ঘোরাতেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি: বিস্ফোরক নোবেলজয়ীর মা

Date:

ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। সেই অবস্থা থেকে মানুষের চোখ সরাতে ধর্ম নিয়ে দেশকে উত্তাল করা হচ্ছে দেশকে। এইভাবেই কেন্দ্রের সরকারকে একহাত নিলেন নোবেলজয়ী অর্থনীতীবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা ৮৩ পেরিয়ে যাওয়া নির্মলা বন্দ্যোপাধ্যায়।

এখন বিশ্ব বাংলা সংবাদ-এর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অর্থনীতিবিদ নির্মলাদেবী বললেন, “আমার প্রথম ৫০ বছরের জীবনে ধর্ম নিয়ে এরকম মাতামাতি কোনোদিন শুনিনি, দেখিনি। আমার জন্ম মুম্বইতে। যে বাড়িতে থাকতাম, সেখানে তথাকথিত মুচি সম্প্রদায়, কুলি সম্প্রদায়, এমনকী খ্রিস্টান-মুসলিম ধর্মের মানুষও থাকতেন। তাদের সঙ্গে আমাদের কোনোদিন জাতপাতের সম্পর্ক ছিল না। আমার বহু বন্ধুবান্ধব অন্য ধর্মের। তারা এখনো রয়েছেন। কোথাও কোনো অসুবিধা নেই। এখন দেখছি প্রচার করা হচ্ছে, এই মাংস খাবে না, ওই মাংস খাবে না। এসব আবার কী। আমরাও দেখিনি আমার ছেলেরাও দেখেনি।”

এখন বিশ্ব বাংলা সংবাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় স্বাভাবিকভাবেই উঠে এসেছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গ। রামমন্দির-বাবরি মসজিদ কিংবা ৩৭০ধারা বিষয়গুলি নিয়েও স্পষ্ট কথা শুনিয়েছেন নির্মলাদেবী। তিনি বলেছেন, এটা দেশের ইস্যু নয়। মানুষ চাকরি পাচ্ছে না। কাজ নেই, তাই অপরাধ বাড়ছে। এটা আসলে সরকারের ব্যর্থতা। সরকারের উচিত এই দিকে নজর দেওয়া। ধর্ম দিয় মানুষের পেট ভরবে না। নির্মলাদেবীর এই বক্তব্য রাজনৈতিক মহলে যে ঝড় তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

ছবি-প্রকাশ পাইন

আরও পড়ুন-দেবাঞ্জন দাসের মৃত্যুতে জোরাল খুনের সম্ভাবনা

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version