টালায় নয়া ব্রিজ গড়তে মাটি পরীক্ষার টেন্ডার তলব পূর্ত দফতরের

আগেই সুপারিশ ছিল টালা ব্রিজ সংস্কার নয়, ভেঙে নতুন করে গড়তে হবে। সেই প্রস্তাবে পড়ছে সিলমোহর। এবার টালা ব্রিজ সম্পূর্ণ ভেঙে নতুন করে নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ শুরু করার প্রক্রিয়া শুরু করল সরকার। ইতিমধ্যেই মাটি পরীক্ষার জন্য টেন্ডার তলবও করা হয়েছে।

যতদিন না পর্যন্ত সেতু ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে, ততদিন পাশের রেল লাইনের উপর দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হবে। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্যই লাইনের উপর দিয়ে রাস্তা তৈরি করে রেল গেটের মাধ্যমে চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এবিষয়ে রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে রেল। পাশাপাশি, যতদিন না নতুন ব্রিজ তৈরি না হয়, ততদিন বেইলি ব্রিজের মাধ্যমে বিকল্প চলাচলের ব্যবস্থা করা যায় কি না, সেই বিষয়টি নিয়েও নগর উন্নয়ন দফতর ও রেল কর্তৃপক্ষের আলোচনা চলছে।

আরও পড়ুন-রাজ্যে NRC চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ১ কোটি চিঠি পাঠাচ্ছে বঙ্গ-বিজেপি