Saturday, November 15, 2025

দিলীপ ঘোষকে কাঠগড়ায় তুলে ‘নিরপেক্ষ’ হলেন রাজ্যপাল

Date:

তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল নিরপেক্ষ নন। সাংবিধানিক পদে বসে একটি বিশেষ দলের স্বার্থে কাজ করছেন। একের পর এক ঘটনায় রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করে তৃণমূল রাজ্যের রাজ্যপালকে ‘বিজেপি ঘনিষ্ঠ’ বলে অভিযুক্ত করেছে। এর ফলে রাজনৈতিক মহলে রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে।
এধরনের অভিযোগ রাজ্য রাজনীতিতে আলোড়নও ফেলেছে। রাজ্যপালও সম্ভবত জানেন তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছে রাজ্যের শাসক দল।

তবে এবার রাজ্যপাল প্রমাণ করার চেষ্টা করলেন সত্যিই তিনি নিরপেক্ষ। আর তা করতে গিয়ে কাঠগড়ায় তুলে দিলেন বঙ্গ-বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকেই। দিলীপবাবুকে ‘বলি’ দিয়েই নিরপেক্ষ হতে সচেষ্ট হলেন রাজ্যপাল জগদীপ ধনকার।

বৃহস্পতিবারের আনন্দবাজার পত্রিকায় “দিলীপের উক্তির নিন্দায় রাজ্যপাল” শীর্ষক সংবাদে বঙ্গ-বিজেপির সংখ্যাগরিষ্ঠ অংশই ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, রাজ্যপাল এ ধরনের কাজ করে থাকলে তা বিবেচনাপ্রসূত হয়নি।

প্রসঙ্গত, বুধবার যাদবপুরের প্রাক্তনীদের একদল প্রতিনিধি রাজভবনে গিয়ে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে। সেখানেই কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গ ওঠে। তখনই বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের এ প্রসঙ্গে করা একটি মন্তব্য নিয়ে প্রাক্তনীদের তরফে অভিযোগ জানানো হয় রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে। বাবুল সুপ্রিয়কে হেনস্থার পরই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর সার্জিকাল স্ট্রাইক করা হবে”। এরপরই তৃণমূল6 প্রশ্ন তোলে, দিলীপবাবুর মন্তব্য নিয়ে রাজ্যপাল নীরব রয়েছেন কেন? রাজ্যপাল কি বিজেপির রাজ্য সভাপতির উস্কানিমূলক মন্তব্য খেয়াল করেননি ?”
সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে দেখা করে গোটা বিষয়টি প্রাক্তনীরা জানালে রাজ্যপাল দিলীপ ঘোষের এহেন মন্তব্যের নিন্দা করেন বলে জানান প্রতিনিধি দলের সদস্যরাই। তবে দিলীপবাবুর মন্তব্যের নিন্দা করার সময় রাজ্যপাল দিলীপ ঘোষের নাম উচ্চারণ করেননি বলে জানা গিয়েছে।

আর রাজ্যপালের এহেন আচরনেই ক্ষুব্ধ বঙ্গ-বিজেপি। নেতৃত্বের বক্তব্য, রাজ্যপাল নিরপেক্ষ হতে চাইছেন। তাই যাদবপুরের ঘটনায় রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যেরও সমালোচনা করেছেন। এই বিষয়টি সহজেই এড়িয়ে যেতে পারতেন রাজ্যপাল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি তা করেননি।

আরও পড়ুন-অর্থনীতির হাল ফেরাতে রুগ্ন ব্যাঙ্ক বিক্রির পরামর্শ অভিজিতের

 

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...
Exit mobile version