রাজ্যপালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ! চটে লাল রাজ্য

রাজ্যপাল নিজের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন। এবং পাবেনও। কেন চেয়েছেন এবং কেনই বা পাবেন, তা বলা কঠিন। তবে স্বাভাবিকভাবেই তাতে চটেছে নবান্ন। কারণ রাজ্যপালকে ঘিরে পুলিশি ব্যবস্থা নিয়ে এমন কোনো প্রশ্ন ওঠেনি যাতে কেন্দ্রীয় বাহিনী নামানোর দরকার হতে পারে। উল্লেখ্য, তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখালেই কেন্দ্রীয় বাহিনীর বেষ্টনী পাওয়াটা এরাজ্যে রীতি হয়ে গেছে। ফলে বিষয়টির গুরুত্বও কমতে থাকছে। এহেন পরিস্থিতিতে রাজ্যপালের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে টিপ্পনি কাটতে ছাড়ছে না শাসকদলও। বস্তুত বিষয়টি নজিরবিহীন। যদিও সরকারিভাবে নবান্ন কোনো আপত্তি তুলছে না।

Previous articleসাত বছর ধরে শুটিং! গৌতমের হাত ধরে এই প্রথম এক মঞ্চে রাখী-গুলজার-মেঘনা
Next articleবন্দি সুদীপ্ত সেনকে আরও জেরা সিবিআইয়ের