আমেরিকার জামাই হলে মিলছে নোবেল! এবার বললেন দিলীপ

পীযূষ গোয়েল, রাহুল সিনহার পর এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নোবেলজয়ীকে নিয়ে এবার তির্যক মন্তব্য তাঁরও। নিজের সংসদীয় এলাকায় সংকল্প যাত্রায় ব্যস্ত থাকা দিলীপ বললেন, নোবেল জয় খুব আনন্দের বিষয়। কিন্তু আমেরিকার জামাই হলে তবেই মিলছে এই পুরস্কার। রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদের এই মন্তব্য যে নতুন করে বিতর্ক তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না।

বিজেপি নেতাদের একের পর এক আক্রমণের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, কাউকে ব‍্যক্তিগতভাবে আক্রমণ করে তাঁর প্রাপ্তিকে এইভাবে ছোটো করাটা ঠিক নয়। এটা বাংলার সংস্কৃতির সঙ্গে যায় না।