ফের অ্যাসিড হামলার অভিযোগ। বীরভূমের রামপুরহাট শহরের মালপাড়ার ঘটনা। ঘুমন্ত এক তরুণীকে অ্যাসিড মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘরে ঘুমোচ্ছিলেন ওই তরুণী। অভিযোগ, সেই সময় জানালা দিয়ে অ্যাসিড বাল্ব ছুড়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আক্রান্তের অভিযোগ,” হঠাৎই আমার গায়ে কী একটা পড়ে। সঙ্গে সঙ্গে সারা শরীর জ্বালা করতে থাকে। উঠে দেখি বিছানার চারিদিকে কাঁচের টুকরো। আর অ্যাসিডের গন্ধ।” মুখ ঢাকা ছিল বলে লাগেনি। তবে তরুণীর সারা শরীর পুড়ে গিয়েছে।
প্রতিবেশীরা রামপুরহাট থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
