২২শে সকালে মোদি-অভিজিৎ মুখোমুখি

নোবেলজয়ীকে নিয়ে বিজেপির কটাক্ষ অব্যাহত থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হচ্ছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। ২২ অক্টোবর সকাল ১০:৩০ মোদি অভিজিৎ সাক্ষাৎকার প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অভিজিৎ বাবু যাচ্ছেন বলে খবর। ওইদিন বিকেলেই নোবেলজয়ীর নতুন বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন। রাতে তিনি কলকাতায় ফিরবেন।

অভিজিতের নোবেল জয়ের পর কখনও তাঁর আর্থিক নীতি নিয়ে কখনও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা হয়েছে। ফলে ধরেই নেওয়া হচ্ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়ত হবে না। কিন্তু সেই অনুমান নস্যাৎ করে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের সময় নির্দিষ্ট করা হয়েছে। সকালেই নীতি আয়োগ এবং আইসিএমআর-এর সঙ্গে বৈঠক ছিল। ফলে সেই বৈঠক কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। বিকেলে তাঁর নতুন বই ‘ গুড ইকোনমিক্স ফর ব্যাড টাইম’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান।

ইতিমধ্যেই অভিজিৎ দিল্লি এসে গিয়েছেন। ভাই ভাস্কর বন্দ্যোপাধ্যায় গুরগাওয়ে থাকেন। তাঁর সঙ্গে কথা হয়েছে তবে দেখা হয়নি এখনও। আপাতত দিল্লির হোটেলেই রয়েছেন নোবেলজয়ী।

আরও পড়ুন-পাঁচ বছরের কমবয়সি শিশুমৃত্যুর হারে ভারত প্রথম!