Friday, November 14, 2025

চিদম্বরমের বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ ইন্দ্রাণীর বিচার হবে না, তাঁকে ক্ষমা করেছে CBI

Date:

Share post:

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে পাকাপাকিভাবে জেলে পাঠানোর সব আয়োজনই CBI সম্পূর্ণ করে ফেলেছে। আইনিমহলের ধারনা, CBI যেভাবে মামলা সাজিয়েছে, তাতে বিচারে চিদম্বরমের শাস্তি হওয়ার সম্ভাবনা প্রবল।

গুরুতর এই বিষয়টি সামনে এসেছে INX-মিডিয়া মামলার চার্জশিটে CBI-এর বয়ান দেখেই। INX- মিডিয়াকে বেআইনিভাবে বিদেশি বিনিয়োগ পাইয়ে দেওয়ার অভিযোগে বন্দি আছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। সেই মামলায় রাজসাক্ষী হয়েছেন INX- মিডিয়ার প্রাক্তন মালিক ইন্দ্রাণী মুখোপাধ্যায়। INX- মামলায় CBI যে চার্জশিট দিয়েছে, তাতে ইন্দ্রাণীর নাম আছে । কিন্তু CBI জানিয়েছে, তাঁর বিচার হবে না। তাঁকে ক্ষমা করা হয়েছে।

নিজের মেয়েকে খুনের দায়ে 2015 সাল থেকে মুম্বইয়ের বাইকুলা জেলে আছেন ইন্দ্রাণী। চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির বিরুদ্ধে INX মামলায় রাজসাক্ষী হতে চেয়ে ইন্দ্রাণী আদালতে আবেদন করেছিলেন। গত জুলাই মাসে দিল্লি কোর্ট তাঁর আবেদন গ্রহণ করে। CBI আদালতে জানিয়েছে, চিদম্বরমের বিরুদ্ধে মামলায় ইন্দ্রাণী গুরুত্বপূর্ণ সাক্ষী। তাঁর সাক্ষ্যেই প্রমান হবে চিদম্বরমের অপরাধ।

ইন্দ্রাণী ও তাঁর স্বামী পিটার মুখোপাধ্যায় INX মিডিয়া তৈরি করেছিলেন।অভিযোগ, 2008 সালে ইন্দ্রাণী মুখোপাধ্যায় সুবিধা পেতে চিদম্বরম ও তাঁর ছেলে কার্তিকে ঘুষ দিয়েছিলেন। বিনিময়ে তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম তাঁকে বিদেশি বিনিয়োগ পাইয়ে দেন।

ইন্দ্রাণী CBI-কে জানিয়েছেন, তিনি চিদম্বরমকে 50 লক্ষ ডলার ঘুষ দিয়েছিলেন। সে অর্থ জমা হয়েছিল বিদেশের ব্যাঙ্কে। চিদম্বরম অবশ্য বলেছেন, তিনি কখনও ইন্দ্রাণীর সঙ্গে দেখাই করেননি। রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। গত 21 আগস্ট CBI চিদম্বরমকে গ্রেফতার করে। 5 সেপ্টেম্বর থেকে তিনি তিহাড় জেলে ছিলেন। গত বুধবার টাকা তছরুপের মামলায় এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট বা ED তাঁকে গ্রেফতার করে। তিনি এখন ED হেফাজতে বন্দি।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...