লাইন থেকে লরি সরাতে 3 ঘণ্টা পার!

লাইনে দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত ট্রেন চলাচল। রবিবার সকালে বারাসতের 11 নম্বর রেলগেটের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি লরি। কিন্তু সেটিকে লাইন থেকে সরাতে গিয়ে নাকাল রেলওয়ে কর্তৃপক্ষ। ক্রেন নিয়ে গিয়ে রেললাইন থেকে লরিটি সরানোর ব্যবস্থা করতেও বিফল হয় তারা। ফলে ট্রেন চলাচল বন্ধ থাকে। নাজেহাল হন যাত্রীরা।

পরে দুর্ঘটনাগ্রস্ত লরি থেকে জিনিসপত্র অন্য লরিতে সরিয়ে, তারপর সেটিকে লাইন থেকে সরানো হয়। এই ব্যবস্থা করতে আরপিএফ তিন ঘণ্টার বেশি সময় পার করে দেয়। পরে, ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।