Monday, November 10, 2025

বিজয়ভানের নামে একটা মোমবাতিও জ্বলল না? কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

বিধিসম্মত সতর্কীকরণ: আমি একজন গর্বিত বাঙালি। কিন্তু আজকের দুনিয়ায় শুধু বাঙালি বাঙালি করতে গিয়ে বাস্তব অস্বীকার করতে পারব না। ভুল বুঝবেন না।

পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনির হাতে আটক বাংলার তিন মৎস্যজীবী। দুজনকে ছাড়লেও বন্দি রাখা হল প্রণব মন্ডলকে। খবর পেয়ে ছুটে গের আমাদের বিএসএফ। হঠাৎ ঘিরে ধরে গুলি চালালো বাংলাদেশি বাহিনী। গুলিতে নিহত আমাদের বিজয়ভান সিং। আরেক জওয়ান গুলিবিদ্ধ। পরে দুপক্ষের আলোচনায় মিটল। বলা হল ভুল বোঝাবুঝিতে গুলি চলেছে।

ভুল বোঝাবুঝি? ব্যস? খাতা বন্ধ?

নীরবে উত্তরপ্রদেশের গ্রামে ফিরে গেল বিজয়ভানের দেহ। বয়স পঞ্চাশ। হেড কনেস্টবল। পরিবার কাছে পেল এক গুলিবিদ্ধ মৃতদেহ।

কী করছিলেন বিজয়ভান? ডিউটি। সীমান্তে। হঠাৎ খবর পেলেন বাংলার এক গরিব মৎস্যজীবীকে বাংলাদেশি বাহিনি আটক করেছে। সঙ্গে সঙ্গে ছাড়াতে গেছিলেন স্পিড বোট নিয়ে। ফিরলেন মৃতদেহ হয়ে।

বাংলার বাঙালি হতদরিদ্র জেলে প্রণব মন্ডলকে ছাড়াতে গিয়ে নিজে প্রাণ দিলেন উত্তরপ্রদেশের বিজয়ভান।

কোথায় মিডিয়া? কোথায় নেতারা? কোথায় বুদ্ধিজীবীরা? কোথায় ক্ষতিপূরণ ঘোষণার ঢল? কোথায় মোমবাতি মিছিল? অধিকাংশের ভাবসাব দেখে মনে হল, রুটিন ঘটনা, এরকমই তো হওয়ার কথা !!

সম্প্রতি বাঙালিয়ানা নিয়ে অতিসক্রিয় অনেকে। হিন্দুত্বের ঠিকা যেমন স্বঘোষিত কেউ কেউ নিয়েছেন, তেমনই বাঙালিআনার ঠিকাও হঠাৎ হঠাৎ কেউ কেউ নিয়ে ফেলেন। তাঁরা সব কোথায়?

বাঙালি প্রণবকে বাঁচাতে নিহত হলেন অবাঙালি বিজয়ভান; কই এবিষয়ে নীরব কেন?

বিজয়ভান সিংয়ের মৃত্যুর পর বাংলার নীরবতা লজ্জিত করছে।
বাঙালি মানে শুধু বাংলা নিয়ে আঁতলেমি নয়। বাঙালি মানে এক অনুকরণীয় সাহস, মেধা, শক্তি, বৈচিত্র, জেদ, উদারতা নিয়ে ভারতবর্ষের বহু বন্ধ দরজাকে খোলার চিরন্তন সংস্কৃতি। দরজাজানলা বন্ধ করে বাঙালিয়ানার উন্নতি হয় না। যা করলে হয়, তা আমরা করি না। উল্টে বাঙালি-অবাঙালি বিদ্বেষ ছড়িয়ে চারপাশটা ঘাঁটতে বসেছি!!

কোথায় বাঙালির গুরুঠাকুররা, বলুন, প্রণবকে বাঁচাতে গিয়ে গুলিতে ঝাঁঝরা বিজয়ভানের জন্য কটা মোমবাতি আপনারা জ্বেলেছেন?

বাংলা থেকে একটু সম্মান, চর্চা, শ্রদ্ধা কি বিজয়ভানের প্রাপ্য ছিল না? বাঙালিয়ানার শ্রেষ্ঠত্ব নিয়ে গর্ব নিশ্চয়ই হবে, কিন্তু তার জন্য মনটাকেও তো বড় রাখা দরকার।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...