সস্ত্রীক ভোট দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ

মহারাষ্ট্রে চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা আসনে লড়াই চালাচ্ছে দেবেন্দ্র ফড়নবীশ নেতৃত্বাধীন বিজেপি।

জোটসঙ্গী শিবসেনাকে নিয়ে ফের একবার মহারাষ্ট্রের মসনদে বসার ব্যাপারে আত্মবিশ্বাসী ফড়নবীশ। অন্যদিকে, বিরোধী কংগ্রেস নিশানা করেছে বেকারত্ব, নোটবন্দি, জিএসটি ও আর্থিক মন্দাকে৷

এই বাতাবরণের মধ্যেই সোমবার সকালে নিজের কেন্দ্রে ভোট দিলেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দেবেন্দ্র ফড়নবীশ। সঙ্গে ছিলেন তার স্ত্রীও। দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দক্ষিণ-পশ্চিম নাগপুর থেকে লড়াই চালানো দেবেন্দ্র ফড়নবিশ।

কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অশোক চৌহান লড়ছেন নান্দেদ জেলার ভোখার থেকে। জয়ের ব্যাপারে তিনিও আত্মবিশ্বাসী।

Previous articleINX- মিডিয়ার CBI-মামলায় জামিন পেলেন চিদম্বরম
Next articleনিখোঁজ সিপিএম নেতার দেহ উদ্ধার