Wednesday, May 14, 2025

আপনি কি জানেন “ছক্কাবাজ” রোহিত কিংবদন্তি ব্র্যাডম্যানকেও পিছনে ফেলেছেন?

Date:

৬টি বিশাল ছক্কা আর ২৮টি সবুজ ঘাসের বুক চিরে মসৃণ বাউন্ডারিতে ২৫৫ বলে ২১২ রানের রাজকীয় ইনিংসটি হয়ে থাকবে মনঃসংযোগের ক্যানভাস, —সেটি শুধুমাত্র উইকেটে টিকে থাকার জন্য নয়, মাঠজুড়ে চোখ জুড়ানো টাইমিংয়ের রঙে আঁকা ডাবল সেঞ্চুরির এক অপরূপ ছবি হিসেবে!

রোহিতের টেস্ট ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি। টেস্টে ওপেনার হিসেবে এই নিয়ে চারটি ইনিংস খেললেন রোহিত। এর মধ্যে তিন ইনিংসেই রয়েছে ১০০‍+, ১৫০‍+ ও ২০০‍+ রানের ইনিংস। ভাবা যায়! রাঁচি টেস্টের ইনিংসটির কথাই ধরা যাক, সেঞ্চুরি তুলে নিয়েছেন ছক্কা মেরে, ডাবলও সেই ছক্কা মেরেই! ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার কীর্তিও এখন তাঁর দখলে।

রোহিত এই রঙিন ছবিতে শেষ তুলি টানার পরই খুব স্বাভাবিক ভাবে ব্যাকফুটে থাকা প্রোটিয়াদের মুখে হাসি ফুটেছে। রাঁচি টেস্টে রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে আউট হয়েছেন রোহিত শর্মা। কিন্তু তার আগে করে গিয়েছেন অনন্য নজির। তৈরি করেছেন নতুন ইতিহাস।

রোহিত যেভাবে ইনিংস গড়েছেন তা যেকোনো উঠতি আক্রমণাত্মক শিক্ষানবিশ ওপেনারের জন্য হয়ে দৃষ্টান্ত হয়ে
থাকবে। ডানহাতি ভারতীয় ওপেনারের প্রথম ৫০ রান করতে লেগেছে ৮৬ বল। উইকেটে সেট হওয়ার পর হাত খুলেছেন ধীরে ধীরে। পরের ৫০ রান করতে লাগল ৪৪ বল, এরপর ১০০ থেকে ১৫০ রানে পৌঁছাতে লেগেছে ৬৯ বল। ডাবল সেঞ্চুরির জন্য বাকি ৫০ রান করতে স্ট্রাইক রেট ছিল ১০০—অর্থাৎ ৫০ বল। দুর্দান্ত এই ইনিংসটি খেলে তিনি আউট হওয়ার পর পরিসংখ্যান বলছে রোহিত কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের চেয়েও এগিয়ে।

কিন্তু কোথায়? টেস্টে ঘরের মাঠে ব্যাটিংয়ের শেষ কথা অর্থাৎ কিংবদন্তি ব্র্যাডম্যান-এর গড় যেখানে ৯৮.২২, সেখানে রোহিতের গড় ৯৮. ৮৪!

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version