Sunday, November 9, 2025

রাজ্যপালের ডাকা প্রশাসনিক বৈঠক কার্যত ‘শূন্য’, ক্ষোভ উগরে দিলেন ধনকর

Date:

আবার রাজ্যপাল-রাজ্যের সংঘাত। এবার রাজ্যপালের ডাকা উত্তর ২৪ পরগণার প্রশাসনিক বৈঠকে জেলাশাসককে বাদ দিয়ে আর কোনও প্রশাসনিক কর্তা বা জনপ্রতিনিধি কেউই হাজির হলেন না। কার্যত রাজ্যপাল এই অনুপস্থিতিকে ‘ইচ্ছাকৃত বয়কট’ হিসেবেই দেখছেন এবং সংবাদমাধ্যমকে পরিষ্কার ভাষায় জানিয়েছেন, এটা অনৈতিক ও অসংবিধানিক। একজন ‘হেড অফ দ্য স্টেট’ এর সঙ্গে রাজ্য সরকার এরকম আচরণ করতে পারেন না।

উত্তর ২৪ পরগণার ধামাখালিতে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল। আমন্ত্রিত ছিলেন প্রশাসনিক কর্তা এবং জনপ্রতিনিধিরা। বৈঠক করতে চেয়ে রাজ্য প্রশাসনের কাছে ১৭ অক্টোবর চিঠি পাঠান রাজ্যপাল জয়দীপ ধনকর। কিন্তু ২১ তারিখ বসিরহাটের জেলাশাসক তাঁকে চিঠি দিয়ে জানান, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের কারণে প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা বৈঠকে থাকতে পারবেন না। রাজ্যপাল কিছুটা অবাক হলেও এদিন বৈঠকে আসেন এবং কাউকে না পেয়ে ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে সংবাদমাধ্যমকে বলেন, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তো কি হয়েছে, রাজ্যের কাজ তো আর থেমে থাকবে না। রাজ্যে একজন সর্বোচ্চ সাংবিধানিক ব্যক্তি চাইলেই রাজ্যের যে কোনও জায়গায় যেতে পারেন, বৈঠক করতে পারেন। এটা তাঁর সাংবিধানিক অধিকার। রাজ্য প্রশাসন যা করলো তা অনৈতিক, অসংবিধানিক। এটা রাজ্যপাল পদের অমর্যাদা করা হয়েছে।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version