শুরু দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

দেশ জুড়ে একদিনের ব্যাঙ্ক ধর্মঘট চলছে মঙ্গলবার। ধর্মঘট ডেকেছে এআইবিইএ ও বেফি দুই সংগঠন। সমবায় ও গ্রামীণ ব্যাঙ্কগুলি ধর্মঘটের বাইরে রয়েছে। মূলত রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তকরণ এবং কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে এই ধর্মঘট। বন্ধ রয়েছে এটিএমগুলিও। ফলে সাধারণ মানুষের কিছুটা অসুবিধা তো হবেই। তবে সংগঠনগুলির পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় একমাস আগে থেকেই যেহেতু ধর্মঘটের দিন ঘোষণা করা হয়েছিল, তাই মানুষও প্রস্তুত ছিলেন।