হোয়াইটওয়াশ প্রোটিয়ারা

পনেরো মিনিটেই সিরিজ জিতে নিল বিরাটবাহিনী। দক্ষিণ আফ্রিকার হোয়াইটওয়াশ। এক দিনের ম্যাচ থেকে টেস্ট, বিরাটের ভারত দক্ষিণ আফ্রিকাকে সাধারণ দলে নামিয়ে আনে। ভারতের ৪৯৭- র জবাবে প্রোটিয়রা প্রথম ইনিংসে ১৬২, দ্বিতীয় ইনিংস ১৩৩ রানে শেষ। জয় এক ইনিংস আর ২০২ রানে। পরপর জয়, বিরাট বাহিনীর। এই সিরিজে বুমরা না থাকায় ঊমেশ যাদব প্রমাণ করলেন, তিনিও সুযোগ পেলে দলকে জেতাতে পারেন। শামি সেরা। কিন্তু স্পিনে ফের নিজেকে প্রতিষ্ঠিত করলেন অশ্বিন। তবে টেস্ট ডেবুটান নাদিমের উপর ভরসা করলে যে দলকে হতাশ করবেন না তা তিরিশে জাতীয় দলে সুযোগ পাওয়া খেলোয়াড়টি বুঝিয়ে দিয়েছেন।