Wednesday, November 5, 2025

প্রথমে চিদম্বরম, পরে শিবকুমারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা সোনিয়ার

Date:

প্রথমে তিহাড়ে পি চিদম্বরমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সোনিয়া। সঙ্গে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আইএনএক্স মিডিয়া মামলায় দূর্নীতির অভিযোগে ৫ সেপ্টেম্বর থেকে সেখানেই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন চিদাম্বরম। তাঁর সঙ্গে দেখা করে তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছিলেন তিনি। এবার সেই তিহাড়েই গেলেন কর্নাটকের প্রাক্তন মন্ত্রী শিবকুমারের সঙ্গে দেখা করতে। সেখানেও তাঁর সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট সোনিয়া গান্ধি।

শিবকুমারকে ৫০ দিন আগে গ্রেফতার করেছিল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। তদন্তকারী সংস্থাটি শিবকুমারকে কয়েকদিন জিজ্ঞাসাবাদ করার পর ইডি দাবি করে, তদন্তে সহযোগিতা করছিলেন না শিবকুমার। এরপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গ্রেফতার করা হয় তাঁকে।

ইডি-র দাবি, ২০১৭ সালের অগাস্ট মাসে কর্নাটকের প্রাক্তন মন্ত্রী শিবকুমারের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালায় তদন্তকারী দল। তল্লাশি চলাকালীন প্রায় ৩০০ কোটির বেশি টাকা উদ্ধার হয়, যার কোনও হিসেব দিতে পারেননি ওই কংগ্রেস নেতা। এদিকে এই তল্লাশির সময় গুজরাতে রাজ্যসভার ভোটের তোরজোর ছিল তুঙ্গে। গুজরাত কংগ্রেসের ৪৩ জন বিধায়ককে বেঙ্গালুরুর রিসর্টে এনে রেখেছিলেন শিবকুমার। সেখান থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যান তদন্তকারীরা।

কংগ্রেসের শীর্ষে থাকা সোনিয়ার এভাবে চিদাম্বরম ও পরবর্তীতে শিবকুমারের সঙ্গে দেখা করতে যাওয়াকে বেশ তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-তিহার জেলে বন্দি শিবকুমারকে দেখে এলেন সোনিয়া গান্ধি

Related articles

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...

সেটে গুরুতর অসুস্থ জিতু! ভর্তি হাসপাতালে

আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব...
Exit mobile version