স্বামী হিরোদের মতো নয়, থানায় গিয়ে অভিযোগ স্ত্রীর

স্বামী একদম স্মার্ট নয়। এমনকি হিন্দি ফিল্মের হিরোদের মতো নয়। হ্যাঁ। এমনই অভিযোগ জানালেন নিজেকে দাবি করা ১৪ বছরের কিশোরী।

বিয়ের ২৩ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বালিকাবধূ সটান হাজির হয় থানায় ৷ ওসি দীপাঞ্জন দাসের কাছে তার দাবি, “আমাকে বাঁচান৷ শ্বশুরবাড়ি ফিরতে চাই না৷ আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে৷” শনিবার রাতে এনজেপি থানায় এমন ঘটনায় ভ্যাবাচাকা পুলিশও৷

এরই মধ্যে মেয়েটি্য দাবি, তার বয়স ১৪৷ পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছে৷ তবে কয়েক বছর আগে স্কুলের পাট চুকিয়ে বাড়িতেই ছিল৷ তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে বিয়ে দেওয়া হয়েছে৷ তার স্বামীকে তার পছন্দ নয়।  শ্বশুরবাড়ির লোকেরাও খুব খারাপ৷

অন্যদিকে, মেয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গিয়ে থানায় উঠেছে, এ খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই থানায় এসে হাজির হন তার মা৷ তার মা ওসি কে অনুরোধ করেন তাঁর মেয়েকে যেন কোনোভাবেই প্রশ্রয় না দেওয়া হয়। কিন্তু ওই মহিলার কথায় গুরুত্ব না দিয়ে নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগে তাঁকে আটক করে পুলিশ৷ পরে মেয়েটির মা-কে ছেড়ে দেওয়া হলেও গোটা বিষয়টি চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে খতিয়ে দেখতে বলেছেন পুলিশকর্তারা৷

শিলিগুড়ির এসিপি অচিন্ত্য গুপ্ত বলেন, “মেয়েটি নাবালিকা হওয়ায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বিষয়টি দেখছে৷ তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে মামলা দায়ের করা হবে৷ মেয়েটি শ্বশুরবাড়ি ফিরবে না বলে জানিয়েছে৷ তাকে আপাতত হোমে রাখা হয়েছে৷”

জানা গিয়েছে, এনজেপির সাউথ কলোনিতে বাড়ি। মেয়েটির বিয়ে হয় তার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ডিএস কলোনিতে৷ তার স্বামীর একটি মুদি দোকান রয়েছে৷ তার মা জানায়, তাদের অভাবের সংসারে মেয়ের শখ পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হত তাঁকে৷ মেয়ে হিন্দি সিনেমা, সিরিয়ালের পোকা বলে জানিয়েছেন মা৷ আরও বলেন, সিনেমার নায়িকাদের মতোই হেয়ারকাট, ড্রেসের নেশা তার৷ দিনের পর দিন মেয়ের জেদ বাড়ায় অতিষ্ঠ হয়ে ওঠেন তিনি। এই কারণে ১৮ বছর হওয়ার আগেই মেয়ের বিয়ে দিয়েছিলেন৷ কিন্তু বিয়ের ২৩ দিনের মাথায় মেয়ে যে কাণ্ড ঘটাল, তাতে কী হবে ভেবে পাচ্ছেন না তিনি৷

মেয়েটি তার ১৪ বছর বয়স বলে দাবি করলেও তার মা-র দাবি, ওর বয়স ১৭ বছর। এরপর গোটা বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ৷ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির রিপোর্ট পাওয়ার পর মেয়েটির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও কথা বলা হবে বলে জানিয়েছেন ওসি৷

Previous articleবিএসএনএল-এমটিএনএল-এর সংযুক্তিকরণে সবুজ সংকেত কেন্দ্রের
Next articleমালবাহী ট্রাকে ৪০টি লাশ! তারপর যা হলো