কলেজ ছাত্রীকে রাস্তায় ধরে কুপ্রস্তাব, না মানলে অস্ত্র দেখিয়ে খুন করার হুমকি, এমনকী বাড়িতে কুপ্রস্তাব দিয়ে চিঠি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী দাদার বিরুদ্ধে। জগদ্দলে আতঙ্কিত পরিবার। কলেজ যাওয়া বন্ধ হয়ে যায় তরুণীর। অবশেষে ফাঁদ পেতে অভিযুক্ত সুমন বিশ্বাসকে ধরে জগদ্দল থানার পুলিশ।

অভিযোগ, ওই কলেজে ছাত্রী বাড়ি থেকে বেরলেই রাস্তায় তাঁকে বিভিন্ন ভাবে কটূক্তি করতেন সুমন বিশ্বাস। কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি গায়ে হাত দিতেও কুণ্ঠা করতেন না বলে অভিযোগ। বাড়ি লাগোয়া বাড়ি হওয়ায় বিভিন্ন সময়ে লুকিয়ে মোবাইলে ভিডিও করা হত বলে অভিযোগ। প্রায় মাস খানেক ধরে এরকম চলার পরে কার্যত গৃহবন্দি হয়ে পড়েন ওই তরুণী ও তাঁর মা। ছাত্রীর বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। স্থানীয়দের জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। অবশেষে জগদ্দল থানার দ্বারস্থ হয় পরিবার। তারপরই পুলিশ বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে মঙ্গলবার রাতে অভিযুক্ত সুমন বিশ্বাসকে গ্রেফতার করে।