আনুষ্ঠানিকভাবে বুধবার বিসিসিআইয়ের সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই মসনদে বসার পর প্রথম সাংবাদিক বৈঠকও করেন তিনি। ক্রিকেট জীবনে যখন দলকে নেতৃত্ব দিতেন, তিনি সেই সময়কার ব্লেজার গায়ে চাপিয়ে প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এই মুহূর্ত তাঁর জীবনের এক ঐতিহাসিক মুহূর্ত, এমনটাও সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মহারাজ। শুধু তাই নয় নয়, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বিসিসিআইয়ের সদর দফতরে তোলা একটি ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। ছবির ক্যাপশনে সৌরভ লিখেছেন, ‘এটি একটি মহান সম্মান ‘ তাঁর এই পোস্ট মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

It’s a great honour pic.twitter.com/jCpmem80GT
— Sourav Ganguly (@SGanguly99) October 23, 2019