রোজভ্যালির জমি : ফের নবান্নের কর্তাকে হাজিরার নির্দেশ

রোজভ্যালি কাণ্ডে ফের নবান্নকে চিঠি পাঠাল সিবিআই। বুধবার নবান্নে যায় সিবিআই-এর একটি দল। সেখানে গিয়ে অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ব্যক্তিগত সচিবের নামে একটি চিঠি দিয়ে আসা হয়। কাল, শুক্রবার ব্যক্তিগত সচিবকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিনের জিজ্ঞাসাবাদে সরকারের তরফে যে উত্তর চাইবেন সিবিআই কর্তারা তা হল, অর্থলগ্নি সংস্থাগুলির জমির হিসাব কেন করেনি রাজ্য সরকার। সরকারের খাস জমি কেন অর্থলগ্নি সংস্থার কাছে বিক্রি করা হয়েছে? কাল তথ্য সহ দ্বিবেদীর ব্যক্তিগত সচিব সিজিওতে উপস্থিত হন কিনা সেটাই দেখার।