বাংলাদেশ সিরিজের সময় ভারত প্রথম গোলাপি বলে ডে-নাইট টেস্ট খেলতে পারে

অবশেষে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে টেস্টে গোলাপি বলের আবির্ভাব হতে চলেছে। আসন্ন বাংলাদেশ সিরিজের সময়তেই ভারত প্রথম গোলাপি বলে ডে-নাইট টেস্ট খেলতে পারে।

বুধবার বিসিসিআই সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টেস্টে এই গোলাপি বলে খেলার ভাবনা মূলত তাঁরই। তাই দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার কাজ সেরে ফেলেছেন মহারাজ।

আজ, বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করার কথা সৌরভের। কিন্তু তার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বৈঠক করেন নয়া বোর্ড প্রেসিডেন্ট। আর সেখানেই এই প্রস্তাব রাখেন সৌরভ। যদিও ক্যাপ্টেন কোহলি ও দলের হেড কোচ রবি শাস্ত্রী টেস্টে গোলাপি বলে ডে-নাইট খেলার পক্ষপাতী নন বলেই এতদিন জানা গিয়েছিল। কিন্তু আজকের বৈঠকের পর টেস্টে গোলাপি বলের প্রচলন হতে চলেছে বলেই খবর।

Previous articleএবার সরকারের নজরে বিদ্যাসাগর সেতু
Next articleদিল্লির দূষণে খেলবেন না, সৌরভকে অনুরোধ পরিবেশবিদদের