Monday, November 17, 2025

শুরু হয়েছে দুই রাজ্যের ভোট গণনা। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত আটটি আসনে এগিয়ে বিজেপি। কড়া নিরাপত্তায় সঙ্গেই চলছে গণনা। আমরা দেখেছিলাম কোন ঝামেলা ছাড়াই কিন্তু দু রাজ্যের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। আজও ঠিক তাই শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে।

প্রসঙ্গত, অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্র ও হরিয়ানা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে পদ্ম শিবির।মহারাষ্ট্রে বিজেপি-শিব সেনা জোটের ২০০-র বেশি আসন পাবে বলে সমীক্ষায় দেখা গিয়েছে।
হরিয়ানাতেও বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ক্ষমতায় ফিরছে গেরুয়া শিবিরি। তারা অনায়াস জয় পাবে বলেই ইঙ্গিত। কিন্তু, উলটো একটি কথাও বলছে ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের সমীক্ষা।

সেই সমীক্ষা অনুযায়ী, হরিয়ানায় ক্ষমতায় ফিরতে বেকায়দায় পড়তে পারে বিজেপি। এমনকী, ত্রিশঙ্কু পরিস্থিতিও দেখা দিতে পারে খাট্টারের রাজ্যে। ৯০ আসনে হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৫। ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা বলছে, সর্বোচ্চ ৪৪টি আসন পেতে পারে গেরুয়া শিবির। এমনকি, ৩২টি আসনেও থমকে যেতে পারে। তবে, প্রধান বিরোধীদল কংগ্রেসও ম্যাজিক ফিগার পাচ্ছে না বলেই ইঙ্গিত ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায়। কারণ, তারাও ৪২টির বেশি আসন পাবে না বলেই মত। জনতা পার্টি পেতে পারে সর্বোচ্চ ১০ আসন, নির্দল-সহ অন্যান্যরা ৬-১০ আসন। সেক্ষেত্রে ত্রিশঙ্কু পরিস্থিতি হতে পারে।

এই সমীক্ষা সামনে আসতেই আশাবাদী কংগ্রেস। হরিয়ানার প্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী কুমারী শৈলজা তো এক কদম এগিয়ে দাবি করেছেন, হরিনয়ানাতে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বেন তাঁরা।

তবে, ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষাকে আমল দিতে নারাজ গেরুয়া শিবির। যেহেতু, অন্যান্য সমস্ত একজিট পোল বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, সেই কারণে দুই রাজ্যেই ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী তারা।

আর কিছুক্ষণ পরেই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। স্পষ্ট হয়ে যাবে মহারাষ্ট্র ও হরিয়ানায় ফের বিজেপিই ক্ষমতায় ফিরবে, না কি হরিয়ানাতে অঘটন ঘটাবে কংগ্রেস?

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version