Monday, November 17, 2025

শুরু হয়েছে দুই রাজ্যের ভোট গণনা। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত আটটি আসনে এগিয়ে বিজেপি। কড়া নিরাপত্তায় সঙ্গেই চলছে গণনা। আমরা দেখেছিলাম কোন ঝামেলা ছাড়াই কিন্তু দু রাজ্যের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। আজও ঠিক তাই শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে।

প্রসঙ্গত, অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্র ও হরিয়ানা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে পদ্ম শিবির।মহারাষ্ট্রে বিজেপি-শিব সেনা জোটের ২০০-র বেশি আসন পাবে বলে সমীক্ষায় দেখা গিয়েছে।
হরিয়ানাতেও বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ক্ষমতায় ফিরছে গেরুয়া শিবিরি। তারা অনায়াস জয় পাবে বলেই ইঙ্গিত। কিন্তু, উলটো একটি কথাও বলছে ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের সমীক্ষা।

সেই সমীক্ষা অনুযায়ী, হরিয়ানায় ক্ষমতায় ফিরতে বেকায়দায় পড়তে পারে বিজেপি। এমনকী, ত্রিশঙ্কু পরিস্থিতিও দেখা দিতে পারে খাট্টারের রাজ্যে। ৯০ আসনে হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৫। ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা বলছে, সর্বোচ্চ ৪৪টি আসন পেতে পারে গেরুয়া শিবির। এমনকি, ৩২টি আসনেও থমকে যেতে পারে। তবে, প্রধান বিরোধীদল কংগ্রেসও ম্যাজিক ফিগার পাচ্ছে না বলেই ইঙ্গিত ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায়। কারণ, তারাও ৪২টির বেশি আসন পাবে না বলেই মত। জনতা পার্টি পেতে পারে সর্বোচ্চ ১০ আসন, নির্দল-সহ অন্যান্যরা ৬-১০ আসন। সেক্ষেত্রে ত্রিশঙ্কু পরিস্থিতি হতে পারে।

এই সমীক্ষা সামনে আসতেই আশাবাদী কংগ্রেস। হরিয়ানার প্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী কুমারী শৈলজা তো এক কদম এগিয়ে দাবি করেছেন, হরিনয়ানাতে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বেন তাঁরা।

তবে, ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষাকে আমল দিতে নারাজ গেরুয়া শিবির। যেহেতু, অন্যান্য সমস্ত একজিট পোল বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, সেই কারণে দুই রাজ্যেই ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী তারা।

আর কিছুক্ষণ পরেই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। স্পষ্ট হয়ে যাবে মহারাষ্ট্র ও হরিয়ানায় ফের বিজেপিই ক্ষমতায় ফিরবে, না কি হরিয়ানাতে অঘটন ঘটাবে কংগ্রেস?

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version