ভূত চতুর্দশীর রাত থেকেই জমাজমাট তারাপীঠ

সারা বছরই ভক্ত সমাগম হয় তারাপীঠে। তবে, বছরের বিশেষ দিনগুলিতে ভিড় উপচে পড়ে সেখানে। রবিবার, কালীপুজো উপলক্ষ্যে অসংখ্য তারাভক্ত ভূত চতুর্দশী রাত থেকেই জমিয়েছেন মন্দিরে ভিড়। শনিবার, তারামাকে হলুদ রঙের সাজে সজ্জিত করা হয়। সন্ধেয় হয় মায়ের আরতি। বিশেষ যজ্ঞেরও আয়োজন করা হয়। রবিবার, মাতারাকে রাজবেশে সাজানো হয়েছে। সকালে আরতি হয়। সাড়ে এগারোটা নাগাদ অমাবস্যা তিথি শুরু হওয়ার পর থেকেই পুজো ও আরতি শুরু হয়েছে। চিরাচরিত প্রথা মেনে প্রহরে, প্রহরে ভোগের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে মন্দিরে উপস্থিত হলেও, সন্ধ্যারতির জন্য অপেক্ষা করছেন ভক্তরা।

আরও পড়ুন – রাতে মাত্র দু’ঘণ্টায় আপনার বাজি শেষ করুন, অন্যথায় কড়া ব্যবস্থা নেবে প্রশাসন