হাসপাতালেই বোনের সদ্যোজাতকে তুলে আছাড় দিদির, ঘটনা আপনার চোখেও জল আনবে

হাসপাতালের মধ্যে নিজের বোনের একদিনের সদ্যোজাত সন্তানকে তুলে আছাড় মারল দিদি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতালে। ঘটনা সুত্রে, বাসন্তী থানার ধামাখালির বাসিন্দা বাসন্তী সরদার একটি পুত্র সন্তানের জন্ম দেন ক্যানিং মহকুমা হাসপাতালে। আর ওই মহিলার দিদি বোনের সন্তানকে দেখতে এসে হাসপাতালে মধ্যে তুলে আছাড় মারল। সঙ্গে সঙ্গে শিশুটির মৃত্যু ঘটে।

আচমকা এই ঘটনায় সকলে হকচকিয়ে যান। এরপর প্রত্যক্ষদর্শীরা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিশ। অভিযুক্ত ওই মহিলাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন – মদের গন্ধ সহ্য হয় না তার, রেগে মাহুতকে প্রাণেই মেরে দিল কুনকি হাতি