রবীন্দ্র সদন স্টেশনে ফের নতুন করে ধোঁয়া আতঙ্ক

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে ফের ধোঁয়ায় ভরে গেল রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। ঘণ্টাখানেক আগে রবীন্দ্র সদন ও ময়দান স্টেশনের মাঝে দমদমগামী লাইনে আগুনের ফুলকি দেখা যায়। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আপ ও ডাউন দু’দিকেই মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।

জানা গিয়েছে, কিছুক্ষণ আগে মেট্রো কর্তৃপক্ষ থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ দিতেই ফের ধোঁয়ায় ভরে যায় এলাকা। আপাতত আপে কবি সুভাষ থেকে টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার পর্যন্ত এবং ডাউনে নোয়াপাড়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো চলাচল করছে।

আরও পড়ুন – BIG BREAKING: ফের মেট্রো বিভ্রাট, লাইনে দেখা গিয়েছে আগুনের ফুলকি