কালীপুজোতে ঝকঝকে রোদ, দেখে নিন ভাইফোঁটাতে কেমন থাকবে আকাশের মেজাজ

মুখ ভার ছিল আকাশে। একটানা তিন দিন বৃষ্টি। বরুনদেবের বদান্যতায় কালীপুজোর আনন্দ প্রায় মাটি হতে বসেছিল। তবে সুখবর শুনিয়েছিল হাওয়া অফিস। পূর্বাভাস মিলে গিয়েছে। রবিবার, কালীপুজোর দিন সকাল থেকেই ঝকঝকে রোদ ওঠায় উৎসবের আমেজ ফিরে এসেছে পুরোদমে।

এরই মধ্যে রাজ্যবাসীকে ফের সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়ে দিচ্ছে, আগামী দু’-তিনদিনেও সারা রাজ্যে কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত বা দুর্যোগপূর্ণ আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা নেই। ফলে কালীপুজো পরবর্তী দিনগুলি, এমনকী ভাইফোঁটার দিনও বৃষ্টি ভোগাবে না বলে জানিয়ে দিয়েছে তারা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপর থাকা নিম্নচাপ অনেকাংশেই দুর্বল হয়ে পড়েছে। ফলে এ রাজ্যে জলীয় বাষ্পযুক্ত বায়ুও কম ঢুকছে। তাই আগামী দু’তিনদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে গত ক’দিন বৃষ্টির জন্য যেভাবে তাপমাত্রা কমে গিয়েছিল, তা কিছুটা বাড়তে শুরু করবে। শীত-শীত লাগবে ভোরের দিকে। আকাশ একেবারে মেঘমুক্ত না হলেও তা থেকে বৃষ্টি হবে না। অর্থাৎ, হেমন্তের পরিচিত পরিবেশেই কাটবে আগামী ক’দিন। উৎসবমুখরতায় আপাতত বাধা হচ্ছে না অকালবৃষ্টি।