আইএস জঙ্গি সংগঠনের প্রধানকে খতম করে এখন তৃপ্তির ঢেকুর তুলছে আমেরিকা। আর সেই অভিযানকে কায়লা মুলার নামে উৎসর্গ করা হয়েছে। ২০১৫-র ফেব্রুয়ারি মাসে সিরিয়ায় খুন হন এই মার্কিন মানবাধিকার কর্মী। সিরিয়ায় মানবাধিকার রক্ষা নিয়ে কাজ করতে যান কায়লা। কিন্তু তাঁকে অপহরণ করে আইএস জঙ্গিরা। কায়লাকে ধর্ষণ করে খুন করে খোদ আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। সেই কারণেই, রবিবার এই অপারেশন উৎসর্গ করা হয়েছে অ্যারিজোনার বাসিন্দা সেই কায়লা মুলারকে।

আরও পড়ুন – কুকুরের মত মরেছে বাগদাদি, আইসিস প্রধানের মৃত্যুর খবর দিয়ে বললেন ট্রাম্প
