BREAKING : গ্রেফতার পৈলান গ্রুপের কর্ণধার

গ্রেফতার হলেন পৈলান গ্রুপের কর্ণধার অপূর্ব সাহা। আজ, মঙ্গলবার অপূর্ব সাহা কে তিন ঘন্টা জেরা করে সিবিআই। কিন্তু তিনি সেভাবে সিবিআইয়ের কোনও প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। তাছাড়া সূত্রমতে তদন্তে অসহযোগিতাই গ্রেফতারির প্রধান কারণ। এদিন তিনি সিবিআইয়ের ডাকে হাজিরা দিতে আসেন এবং দীর্ঘ জেরা পর্ব শেষে বিকেলের দিকে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন-সন্ধান দিয়েছিল বাগদাদি-র, পুরস্কৃত হবে সেনা-কুকুর