গোষ্ঠী সংঘর্ষে বীরভূমে মৃত ১

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূম। অভিযোগ, শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় সাঁইথিয়ার কল্যাণপুর। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিবাদ ছিল ওই দুইগোষ্ঠীর মধ্যে। মঙ্গলবার সকালে তা চরম আকার নেয়। শুরু হয় বোমাবাজি, চলে গুলিও। গুলিবিদ্ধ হয়ে শেখ ইনসান নামে এক যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থলে যায় সাঁইথিয়া থানার পুলিশ বাহিনী। একজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন-দু’টি অন্তর্বাস ধরিয়ে দিল বাগদাদিকে! হ্যাঁ, ঠিক সেটাই