Sunday, November 9, 2025

পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুটছে কাশ্মীর, প্রকাশ্যে ভিডিও

Date:

পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুটছে পাক-অধিকৃত কাশ্মীর। মুজফ্ফরাবাদের রাস্তায় সেই বিক্ষোভের ভিডিও প্রকাশ্যে এসেছে। এখন সেটাই আন্তর্জাতিক মঞ্চে ভারতের বড় হাতিয়ার। মঙ্গলবার, কাশ্মীরের পরিস্থিতি দেখতে শ্রীনগর গিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্যদের প্রতিনিধি দল। তার কয়েকঘণ্টা আগেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মুজফ্ফরাবাদ। সোশ্যাল মিডিয়ায় এখন সেই বিক্ষোভের ভিডিও ভাইরাল। সূত্রের খবর, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদেরও এই ভিডিও দেখানো হয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে মুজফ্ফরাবাদই নয়, রাওয়ালকোট ও পাক অধিকৃত কাশ্মীরের অনেক জায়গাতেই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল স্থানীয় বাসিন্দারা। মুখে পাক সরকার বিরোধী স্লোগান- পাক আধিপত্য থেকে মুক্তি চাইছেন তাঁরা। শুধু আম আদমিই নন, পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলই এই প্রতিবাদে যোগ দেয়।
পাক অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক দলগুলির অভিযোগ, সেপ্টেম্বরে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পদযাত্রা বয়কট করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে জোর করে সেই পদযাত্রা করেন ইমরান। কিন্তু পাক প্রধানমন্ত্রীর উপস্থিতি মানতে পারেননি স্থানীয়রা। তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ দেখালে, পাক সেনা-পুলিশ অত্যাচার চালায় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ছবিও।

এক মাস ধরে পাক অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছেন ভারতীয় গোয়েন্দারা। আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের তোলা বিভিন্ন অভিযোগ উড়িয়ে দিতে এই পাক-বিরোধী বিক্ষোভকে ভারত হাতিয়ার করবে বলে মত কূটনৈতিক মহলের।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version