বাংলাদেশ ক্রিকেটে জুয়াড়ি-ছায়া, নিষেধাজ্ঞার মুখে তারকা ক্রিকেটার

ক্রিকেট জুয়াড়ি কাণ্ডের ছায়া এবার বাংলাদেশের মাথায়। নড়ে গেল বাংলাদেশ ক্রিকেটের হাল হকিকৎ। দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য দুঃসংবাদ। দেড় বছরের জন্য তাকে সব ধরণের ক্রিকেট থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি। খুব শীঘ্রই সাকিবের নিষেধাজ্ঞার খবর আইসিসি জানাবে।

কেন শাস্তির মুখে সাকিব? আইসিসি সূত্রে খবর, বছর দুই আগে সাকিবকে ফোন করে এক ক্রিকেট জুয়াড়ি অনৈতিক প্রস্তাব দেয়। সাকিব তৎক্ষনাৎ তা ফিরিয়ে দিলেও নিয়ম অনুযায়ী বিষয়টি আইসিসিকে জানাননি। আইসিসি পরে আন্তর্জাতিক জুয়াড়িদের ফোন ট্র‍্যাক করে সাকিব তথ্য উদ্ধার করে। ওই জুয়াড়ি আবার আইসিসির কালো তালিকায় রয়েছে। নিশ্চিত হওয়ার পর আইসিসির অ্যান্টি করাপশান অ্যান্ড সিকিউরিটি ইউনিটের কর্তারা সাকিবের সঙ্গে কথা বলেন। তিনিও নিজের ভুলের কথা মেনে নেন। বিষয়টি হাল্কা করে নেওয়াতেই এই পরিস্থিতির মুখে পড়তে হল।

আরও পড়ুন-প্রদেশ কংগ্রেস: একটি দল না ফ্রন্ট?