Monday, August 25, 2025

বিজেপি-র হিন্দু-জিগিরের মুখে ঝামা, পাক হামলা রুখে উধমপুরে শহিদ বাংলার মুসলিম তরুণ ঝন্টু শেখ

Date:

পহেলগামে জঙ্গি হামলায় হত ২৬ জন। বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে-এই খবর নিয়ে যখন রাজনৈতিক জিগির তুলতে ব্যস্ত বিজেপি (BJP), তখনই খবর পাক হামলা রুখে উধমপুরে শহিদ বাংলার মুসলিম তরুণ ঝন্টু আলি শেখ (Jhantu Ali Sheikh)। বিজেপি সমাজমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে হিন্দুত্বের জিগির তোলার চেষ্টা করছে। সেই জিগিরের মুখে ঝামা ঘষে দিল এই খবর। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বছর ৩২-এর নদিয়ার তেহট্টের ঝন্টু।

বিজেপি সমাজমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে হিন্দুত্বের জিগির তোলার চেষ্টা করছে। প্রশ্ন, তাহলে বাংলার ঝন্টু আলি শেখকে (Jhantu Ali Sheikh) জঙ্গিদের গুলিতে মরতে হল কেন? তেহট্টের জওয়ান। সীমান্তে শহিদ হয়েছেন। কাদের রক্ষা করতে গিয়ে? কাদের গুলিতে? পাকিস্তানের গুলিতে। যাঁরা ধর্ম খুঁজছেন কাশ্মীরে জঙ্গি হানায়, তাঁরা কী বলতে পারবেন কেন শহিদ হল বাংলার ঝন্টু শেখ? শহিদ জওয়ান কৃষক পরিবারের ছেলে। ১২ বছর আর ৮ বছরের দুই সন্তান। তিন ভাইয়ের মধ্যে ঝন্টু ছোট। ঝন্টু সীমান্ত রক্ষা করতে গিয়ে প্রাণ দিলেন। ১০ বছর ভারতীয় সেনায় কর্মরত। বর্তমানে আগ্রায় পোস্টেড ছিলেন তিনি।  সেখান থেকে অপারেশনের জন্য কাশ্মীরে পাঠানো হয়। ঝন্টুর দুই সন্তান- ১২ বছরের পুত্র ও ৮ বছরের কন্যা। হোয়াইট নাইট কোর-এর তরফে এক্স হ্যান্ডেলে ঝন্টুর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয়, “কর্তব্যের প্রতি অবিচল থাকা ও সাহসের সঙ্গে ঝন্টু যেভাবে লড়েছেন, তা চির স্মরণীয় হয়ে থাকবে।“

এখনে ধর্ম দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাশ্মীরের ব্যর্থতা ঢাকতে ধর্ম ডেকে আনা হচ্ছে। সীমান্ত থেকে পহেলগাঁও পর্যন্ত জঙ্গিরা এল কী করে? লুকিয়ে রইল কীভাবে? এক তরফা হামলা করল কীভাবে? কেন্দ্রীয় বাহিনী ছিল না কেন? গোটাটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতা। সেখান থেকে নজর ঘোরাতে হিন্দুত্বের জিগির তোলা হচ্ছে। ঝন্টুর ভারতবর্ষকে বাঁচাতে প্রাণ ত্যাগের ঘটনাকে কীভাবে বর্ণনা করা হবে? বিজেপি বিবৃতি দিক ঝন্টুকে নিয়ে।

মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, জঙ্গিদের কোনও ধর্ম হয় না, জাত হয় না। যারা মানুষ মারে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। ঝন্টুর পরিবারের পাশেও রাজ্য সরকার থাকবে। যা যা ব্যবস্থা করার করছেন। শকুনের রাজনীতি করছে বিজেপি। তাদের মনে করিয়ে দিতে হয়, তাহলে ঘোড়ার পাহারাদার আদিল শেখকে পহেলগাঁওতে কেন জঙ্গিরা খুন করল?
আরও খবরমেয়েদের সাফল্যে ইস্টবেঙ্গলকে ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর, মহিলা দলকে দিলেন ট্রফিও

তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বিজেপিকে নিশানা করে বলেন, যাঁরা ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাঁরা ঝন্টু আলি শেখের আত্ম বলিদান দেখতে পাচ্ছেন না! বিজেপির নেতাদের রক্তর যা রং, ঝন্টুরও রক্তের রং এক। যাঁরা হিন্দু-হিন্দু করছেন, তাঁরা বাংলা ছেলে, ভারত মায়ের ছেলে যে ঝন্টু সীমান্ত রক্ষার্থে প্রাণ দিল তাঁর ধর্ম দেখতে পাচ্ছেন না? কুণালের অভিযোগ, পহেলগামের হামলার সবটাই স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতা। সেটা থেকেই এই হিন্দু জিগির তুলছে বিজেপি। কুণালের কথায়, ভারতমায়ের রক্ষায় হিন্দুদের পাশাপাশি মুসলমান সেনারাও লড়াই করছেন- সে কথাও বলুক বিজেপি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version