Wednesday, November 5, 2025

প্রশ্ন বিজেপির নোংরা রাজনীতি নিয়ে! পহেলগাঁও ইস্যুতে সরকারের পাশেই তৃণমূল, সর্বদল বৈঠকে বললেন সুদীপ

Date:

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সদ্য ঘটে যাওয়া জঙ্গি হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেস। বৃহষ্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সর্বদল বৈঠকে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় সরাসরি প্রশ্ন তোলে তৃণমূল। লোকসভায় দলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “কেন এই ঘটনাকে হিন্দু-মুসলিম সংঘাত হিসেবে তুলে ধরতে চাইছে বিজেপি?” পাশাপাশি এই হামলার প্রেক্ষিতে পহেলগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না থাকার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে তিনি দাবি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত সব রাজনৈতিক দলের সুপ্রিমোদের নিয়ে একটি পৃথক বৈঠক ডাকা।

তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনও এদিন প্রশ্ন তোলেন সর্বদল বৈঠকের কাঠামো নিয়ে। তিনি বলেন, “এটা কি সত্যিই সর্বদলীয় বৈঠক, নাকি শুধুই সংসদীয় দলের?” প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, “যদি মোদি থাকতেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাকা যেত, এবং তাতে গোটা আলোচনাই আরও ফলপ্রসূ হতো।” তবে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেন, “সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে আমরা সরকারের পাশেই আছি, কিন্তু সেটা রাজনৈতিক বিভাজনের মাধ্যমে নয়।”

অন্যদিকে, সর্বদল বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান, সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে সবরকম সমর্থন দেবে কংগ্রেস। তিনি আরও জানান, শুক্রবার তিনি অনন্তনাগ যাবেন এবং জঙ্গি হামলায় আহতদের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করবেন। পহেলগাঁওয়ের ঘটনার জেরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তা এবং রাজনৈতিক ঐক্য—দুয়েরই গুরুত্ব ফের একবার সামনে এল।

আরও পড়ুন- পেহেলগাম হামলার পর প্রশ্নের মুখে সীমা-সচিনের ভবিষ্যৎ! পাকিস্তান ফিরতে হবে সীমাকে?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version