Sunday, November 9, 2025

পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুটছে কাশ্মীর, প্রকাশ্যে ভিডিও

Date:

পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুটছে পাক-অধিকৃত কাশ্মীর। মুজফ্ফরাবাদের রাস্তায় সেই বিক্ষোভের ভিডিও প্রকাশ্যে এসেছে। এখন সেটাই আন্তর্জাতিক মঞ্চে ভারতের বড় হাতিয়ার। মঙ্গলবার, কাশ্মীরের পরিস্থিতি দেখতে শ্রীনগর গিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্যদের প্রতিনিধি দল। তার কয়েকঘণ্টা আগেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মুজফ্ফরাবাদ। সোশ্যাল মিডিয়ায় এখন সেই বিক্ষোভের ভিডিও ভাইরাল। সূত্রের খবর, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদেরও এই ভিডিও দেখানো হয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে মুজফ্ফরাবাদই নয়, রাওয়ালকোট ও পাক অধিকৃত কাশ্মীরের অনেক জায়গাতেই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল স্থানীয় বাসিন্দারা। মুখে পাক সরকার বিরোধী স্লোগান- পাক আধিপত্য থেকে মুক্তি চাইছেন তাঁরা। শুধু আম আদমিই নন, পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলই এই প্রতিবাদে যোগ দেয়।
পাক অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক দলগুলির অভিযোগ, সেপ্টেম্বরে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পদযাত্রা বয়কট করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে জোর করে সেই পদযাত্রা করেন ইমরান। কিন্তু পাক প্রধানমন্ত্রীর উপস্থিতি মানতে পারেননি স্থানীয়রা। তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ দেখালে, পাক সেনা-পুলিশ অত্যাচার চালায় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ছবিও।

এক মাস ধরে পাক অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছেন ভারতীয় গোয়েন্দারা। আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের তোলা বিভিন্ন অভিযোগ উড়িয়ে দিতে এই পাক-বিরোধী বিক্ষোভকে ভারত হাতিয়ার করবে বলে মত কূটনৈতিক মহলের।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version