দিওয়ালি সেলিব্রেশনে বিশেষ ফটোশুট বিরুষ্কার

বলি-টলি সেলেবদের পাশাপাশি দিওয়ালি সেলিব্রেশনে মেতেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর মাতবেন নাই বা কেন? কোহলির স্ত্রী নিজেও যে একজন বলিউড অভিনেত্রী, সে তো আর বলার অপেক্ষা রাখে না। তাই দিওয়ালি উপলক্ষে বিরুষ্কা জুটি এক বিশেষ ফটোশুট করেন।

সেইসব ছবি বিরাট ও অনুষ্কা নিজেদের টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। মুহূর্তের মধ্যে সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবি পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে বিরুষ্কা সকলকে দিওয়ালির শুভেচ্ছাও জানিয়েছেন।