“রেল বোর্ড প্রতারণা” কাণ্ডে সিট গড়ছে কলকাতা পুলিশ, বেকায়দায় মুকুল

রেল বোর্ডের স্থায়ী সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে বিশেষ তদন্তকারী দল (সিট) গড়তে চলেছে লালবাজার। সরশুনা থানায় দায়ের হওয়া ওই মামলায় অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের। ঘটনার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মাঝারি মাপের এক বিজেপি নেতা-সহ দু’জনকে। পরে তাঁরা জামিন পান।

ইতিমধ্যে মুকুল রায়কে জেরাও করা হয়েছে। মুকুল রায় অবশ্য কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। হাইকোর্টের নির্দেশ, ৯ নভেম্বর পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না।

উল্লেখ্য, রেল বোর্ডে স্থায়ী সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে জনৈক সন্তু গঙ্গোপাধ্যায়ের থেকে কয়েক লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। এবছরের গোড়ার দিকে মুকুল-সহ চারজনের বিরুদ্ধে সরশুনা থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

আরও পড়ুন-দু’বছরের বেশি সময় মহাকাশে কাটিয়ে ফিরল মার্কিন এয়ার ফোর্সের রহস্যময় বিমান

 

Previous articleদু’বছরের বেশি সময় মহাকাশে কাটিয়ে ফিরল মার্কিন এয়ার ফোর্সের রহস্যময় বিমান
Next articleবাগদাদির উত্তরসূরীকেও খতম করেছে মার্কিন সেনা!