Saturday, December 6, 2025

শিবসেনার জবাব: আমাদের কোনও দুষ্মন্ত নেই যার বাবা জেলে!

Date:

Share post:

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনার সম্পর্ক ক্রমশ তলানিতে নামছে। সরকার গঠনে দেরি হওয়ার কারনে বিজেপি আঙুল তুলেছে শিবসেনার দরদরির দিকে। গতকাল হরিয়ানার সদ্য দায়িত্ব নেওয়া উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা শিবসেনাকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেছিলেন, জোটধর্ম কী করে পালন করতে হয়, তা আমাদের দেখে শেখা উচিত। রাজ্যের স্বার্থে আমরা সমঝোতা করেছি। পাল্টা জবাব দিয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। দুষ্মন্তকে কটাক্ষের সুরে বলেছেন, আমাদের কোনও দুষ্মন্ত চৌতালা নেই, যার বাবা জেলে রয়েছে।

আজ, বুধবার বিজেপি ফের বৈঠকে বসছে। কিন্তু সমস্যা সমাধানের পথ খোলেনি। শিবসেনা এখনও আড়াই বছরের মুখ্যমন্ত্রিত্বের দাবিতে অনড়। লক্ষ্যণীয় বিষয় হল শিবসেনা এবার বিকল্প পথের কথাও বলতে শুরু করেছে। উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন, আমাদের রাজনীতি ধর্মের জন্য, সত্যের জন্য। আমাদের কাছে অন্য পথ খোলা রয়েছে। তবে আমরা ক্ষমতালোভী নই।

দুই দলের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে, যে এনসিপির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে শিবসেনা। এনসিপি-কংগ্রেস জোট বহু আগে থেকেই বলতে আরম্ভ করেছে, মানুষ তাদের বিরোধী আসনে বসার ম্যান্ডেট দিয়েছেন। তাঁরা সেটাই করবেন। তবে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে আলাদা করে শরদ পাওয়ারের ফোনে কথা হয়েছে। সরকার গড়ার পরিস্থিতি মাঝ-মধ্যিখানে আটকে গেলে অচলাবস্থা কাটাতে এনসিপি বাইরে সমর্থনের কথা ভাববে। তবে সরকারে যাবে না। কংগ্রেস আর বামেরাও চাইছে বিজেপিকে সরকার থেকে দূরে রাখতে। তবে প্রকাশ্যে এবং সক্রিয়ভাবে দুই দলই কোনও উদ্যোগ নিতে চায় না।

spot_img

Related articles

কোচবিহারে তৃণমূলের মিছিলে আচমকা হামলা, অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে

কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের (TMC ) মিছিলে হামলা, অভিযোগের আঙুল বিজেপির (BJP)...

উত্তরপ্রদেশের বাসিন্দা অমিতাভ! এসআইআর বিভ্রাটের শিকার খোদ বিগ-বি

ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া (special intensive revision) চলছে দেশের বিভিন্ন রাজ্যের। আরে সেই রিভিশন পর্বেই উঠে এল...

শীতের কামড় কলকাতায়! শনির সকালে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুয়াশার দাপট 

উইকেন্ডে ভরপুর শীতের (Winter) আমেজ। এক ধাক্কায় পারদ নামল ১৪ ডিগ্রির ঘরে। শনির সকালে কলকাতার তাপমাত্রায় দিনটিকে মরশুমের...

কুৎসার জন্য AI দিয়ে গলা নকল! শিক্ষামন্ত্রীকে কালিমালিপ্ত করতে উপাচার্যকে ব্যবহার

শিক্ষা দফতর, শিক্ষামন্ত্রী ও সর্বোপরি রাজ্য সরকারকে বদনাম করার জন্য এবার এআই-কে ব্যবহার করা হল কুৎসিত ভাবে। একটি...