বামন পাকিস্তানের চাঁদে হাত দেওয়ার শখ! মিসাইল হানার হুমকি!

বামন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ গেল না পাকিস্তানের। আর দেশের প্রধানমন্ত্রী ইমরান খান যে সেনার হাতের পুতুল, তা বারবার প্রমাণিত হচ্ছে তাঁর নির্বাক থাকার প্র‍্যাকটিসে। তবে এবার সীমা ছাড়িয়ে গেলেন ইমরান সরকারের মন্ত্রী আলি আমিন গান্ডাপুর। এই মন্ত্রী আবার কাশ্মীর, গিলগিট, বালুচিস্তানের দায়িত্বে। সেই মন্ত্রী বলছেন কিনা, কাশ্মীর নিয়ে পাকিস্তান শেষ দেখে ছাড়বে। কিন্তু যদি যুদ্ধ হয়, তাহলে শুধু ভারতে নয়, ভারতকে সমর্থনকারী দেশগুলির দিকেও মিসাইল হানা চালাবে পাকিস্তান। আলি আমিনের এই বক্তব্য ট্যুইট করেছে সে দেশেরই সাংবাদিক নায়লা ইনায়েত। রাষ্ট্রসঙ্ঘে বক্তব্য রাখতে গিয়ে পাক প্রধানমন্ত্রী হুমকি দিয়ে বলেছিলেন, দুটি পরমাণু শক্তিধর দেশ যখন যুদ্ধ করে তখন অনেক কিছুই ঘটে যেতে পারে। এ যেন তার রেপ্লিকা। নয়াদিল্লি অবশ্য এসব হুমকির বালখিল্যতাকে উপেক্ষাই করে চলেছে।