চলন্ত ট্রেনে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত ৭৫, আহত বহু

মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত তেজগাম এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ৭৫ জন ট্রেনযাত্রীর। আহত অনেকে। দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাবের রহিম ইয়ার খান এলাকার লিয়াকতপুরে।

ট্রেনটি রাওয়ালপিণ্ডি থেকে করাচি যাচ্ছিল। ট্রেনে রান্না করার সময় স্টোভ ফেটে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, চলন্ত ট্রেনে কয়েকজন যাত্রী জলখাবার তৈরি করছিলেন। তখনই স্টোভ ফেটে যায়। একের পর এক কামরায় ছড়িয়ে পড়ে আগুন। ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত তিনটি কামরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৫ জনের। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গুরুতর জখম বহু।

প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, আগুন থেকে বাঁচার জন্য চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েও প্রাণ হারিয়েছেন অনেকে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আরও পড়ুন – পাঁচ শ্রমিকের মৃত্যুর পরেও আশ্চর্য-নীরব শহর, রাজ্য

Previous articleগুরুদাস দাশগুপ্তের মৃত্যুতে শোকবার্তা সোমেনের
Next articleঘুরপথে লোকসান, বন্ধ ২৩০ নম্বর রুটের বাস