অতন্দ্রপ্রহরী মেয়র, রাতে বিমানবন্দরে জঙ্গি হানায় নিহতদের পরিবারের পাশে

কলকাতা বিমানবন্দরে রাতে দীর্ঘ অপেক্ষা। স্বজন হারানোদের ভিড়। লাইন দিয়ে শববাহী গাড়ি। কাশ্মীরে নিহত পাঁচ বাঙালি শ্রমিকের দেহ আসছে কলকাতায়। রাত বারোটার কিছু আগেই চলে আসে তিন শ্রমিকের দেহ ইন্ডিগো বিমানে। তার কিছু পরে গো এয়ার বিমানে বাকি দুই শ্রমিকের কফিন। সরকারের তরফ থেকে সব কিছু দেখভাল করছেন কলকাতার মেয়র ববি হাকিম। অতন্দ্রপ্রহরীর মতো তিনি থানায় বসে আধিকারিকদের নির্দেশ দিলেন।

https://youtu.be/0VqzjuUiR2c