টালা ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত চূড়ান্ত

চূড়ান্ত হল টালা ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত। শুক্রবার, টালা ব্রিজের ভবিষ্যৎ নিয়ে বৈঠক ছিল নবান্নে। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয় সম্পূর্ণ ভাবে ভেঙে ফেলা হবে টালা ব্রিজ। শনিবার টালা ব্রিজ পরিদর্শনে করবে রেল এবং পূর্তদফতর।
শুক্রবার, দুপুরে নবান্নে টালা ব্রিজের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন পুলিশ-প্রশাসন ও রেলের কর্তারা। সিদ্ধান্ত হয়, শনিবার টালা ব্রিজ পরিদর্শনে যাবে রেল ও পূর্তদফতর। পরিদর্শনের ১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দেবে তারা। তারপরই ব্রিজ ভাঙার কাজ শুরু হবে। ব্রিজের যে অংশ রেলের আওতায় সেই অংশ ভাঙবে তারা। রাজ্যের অধীনে থাকা অংশ ভাঙবে প্রশাসন।

তবে, টালা ব্রিজ ভেঙে ফেলা হলে দুর্ভোগে পড়বেন যাত্রীরা। পরিবহন দফতরকে বিকল্প রুট ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। বদল করা হবে বেশ কিছু সরকারি বাসের রুটও। তবে, রুট পরিবর্তন হলেও বাস ভাড়া বৃদ্ধি হবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

টালা ব্রিজ ভাঙার পরে যাত্রীদের দুর্ভোগ এড়াতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল।

আরও পড়ুন – যাত্রী পরিষেবায় এবার অ্যাপ-বাস

Previous articleদিল্লির দূষণ খেলায় প্রভাব ফেলবে না: রোহিত
Next articleশিষ্যের জন্মদিনে গুরুর শুভেচ্ছা, অভিনন্দন সচিনেরও