Wednesday, December 17, 2025

বৈশাখীর মেয়ের জন্মদিনে যাচ্ছেন না দিলীপ ঘোষেরা, বিজেপির সঙ্গে বিচ্ছেদ সময়ের অপেক্ষা

Date:

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ের জন্মদিনে যাচ্ছেন না বিজেপির কোনও নেতাই, একথা স্পষ্ট করে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়ে দেন, নিমন্ত্রণ তিনি পেয়েছেন। তবে ওই সময়ে জগদ্ধাত্রী পুজোর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তাই যেতে পারবেন না। রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার আগেই জানিয়ে, ছিলেন তিনি যাবেন না। মুকুল রায়ও যাচ্ছেন না। রাহুল সিনহাও সম্ভবত যাচ্ছেন না।

সুতরাং, নেহাতই একটা জন্মদিনের অনুষ্ঠান হলেও এর মধ্যে একটা রাজনৈতিক জটিল সমীকরণ খুঁজছেন অনেকেই। কারণ, ১৪ আগস্ট দিল্লিতে গিয়ে ঢাকঢোল পিটিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই যোগদানটাই শেষ, তারপর থেকে বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁদের। এরই মধ্যে গেরুয়া শিবিরে কোণঠাসা হয়ে থাকা শোভন-বৈশাখী ভাইফোঁটার দিন মুখমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। সেখানে শোভন ফোঁটাও নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে।

এরপর থেকেই রাজনৈতিক মহলের স্থির ধারণা, শোভনের ঘরে ফেরা শুধু সময়ের অপেক্ষা। সেই ধারণা আরও দৃঢ় হয়, শুক্রবার রাজ্য সরকার যখন তাঁর ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা ফেরানোর কথা ঘোষণা করে। পাশাপাশি জানা যাচ্ছে ৭ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা দলীয় বৈঠকেও যোগ দিয়ে পারেন শোভন।

তাহলে কি শোভন-বৈশাখীকে বহিষ্কার করবে বিজেপি? দিলীপ ঘোষ জানান, অনেকেই অনেক দল থেকে আসেন। আবার চলে যান। ওনাদের মনে হয়েছিল, তাই এসেছিলেন। ভালো না লাগলে চলে যাবেন। উনি কোনও কর্মসূচিতে অংশ নেননি। তাই থাকলেও কোনও লাভ নেই। চলে গেলেও কোনও ক্ষতি নেই। তিনি ভাববেন, দানের জিনিস দানেই দিলেন।

সরাসরি বলতে না চাইলেও, শোভন-বৈশাখীকে বিজেপি যে ছেঁটে ফেলতে চাইছে, তা কার্যত রাজ্য সভাপতির বক্তব্যেই স্পষ্ট। অন্যদিকে, শোভনের তৃণমূলে ফেরা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-আর 3দিন, আর্জি না জানালে ফাঁসিই হবে নির্ভয়া- অপরাধীদের, নোটিশ তিহার জেলে

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version