Monday, November 17, 2025

বৈশাখীর মেয়ের জন্মদিনে যাচ্ছেন না দিলীপ ঘোষেরা, বিজেপির সঙ্গে বিচ্ছেদ সময়ের অপেক্ষা

Date:

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ের জন্মদিনে যাচ্ছেন না বিজেপির কোনও নেতাই, একথা স্পষ্ট করে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়ে দেন, নিমন্ত্রণ তিনি পেয়েছেন। তবে ওই সময়ে জগদ্ধাত্রী পুজোর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তাই যেতে পারবেন না। রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার আগেই জানিয়ে, ছিলেন তিনি যাবেন না। মুকুল রায়ও যাচ্ছেন না। রাহুল সিনহাও সম্ভবত যাচ্ছেন না।

সুতরাং, নেহাতই একটা জন্মদিনের অনুষ্ঠান হলেও এর মধ্যে একটা রাজনৈতিক জটিল সমীকরণ খুঁজছেন অনেকেই। কারণ, ১৪ আগস্ট দিল্লিতে গিয়ে ঢাকঢোল পিটিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই যোগদানটাই শেষ, তারপর থেকে বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁদের। এরই মধ্যে গেরুয়া শিবিরে কোণঠাসা হয়ে থাকা শোভন-বৈশাখী ভাইফোঁটার দিন মুখমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। সেখানে শোভন ফোঁটাও নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে।

এরপর থেকেই রাজনৈতিক মহলের স্থির ধারণা, শোভনের ঘরে ফেরা শুধু সময়ের অপেক্ষা। সেই ধারণা আরও দৃঢ় হয়, শুক্রবার রাজ্য সরকার যখন তাঁর ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা ফেরানোর কথা ঘোষণা করে। পাশাপাশি জানা যাচ্ছে ৭ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা দলীয় বৈঠকেও যোগ দিয়ে পারেন শোভন।

তাহলে কি শোভন-বৈশাখীকে বহিষ্কার করবে বিজেপি? দিলীপ ঘোষ জানান, অনেকেই অনেক দল থেকে আসেন। আবার চলে যান। ওনাদের মনে হয়েছিল, তাই এসেছিলেন। ভালো না লাগলে চলে যাবেন। উনি কোনও কর্মসূচিতে অংশ নেননি। তাই থাকলেও কোনও লাভ নেই। চলে গেলেও কোনও ক্ষতি নেই। তিনি ভাববেন, দানের জিনিস দানেই দিলেন।

সরাসরি বলতে না চাইলেও, শোভন-বৈশাখীকে বিজেপি যে ছেঁটে ফেলতে চাইছে, তা কার্যত রাজ্য সভাপতির বক্তব্যেই স্পষ্ট। অন্যদিকে, শোভনের তৃণমূলে ফেরা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-আর 3দিন, আর্জি না জানালে ফাঁসিই হবে নির্ভয়া- অপরাধীদের, নোটিশ তিহার জেলে

 

Related articles

বাংলাদেশে মৌলবাদী সংগঠন বাড়াচ্ছেন ইউনূস: সাজা ঘোষণার আগে সরব শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ঘোষণা হবে সাজা। তাতে মৃত্যুদণ্ডের সম্ভাবনা। তা সত্ত্বেও বহু বছরের প্রচেষ্টায় যে আওয়ামী লিগকে প্রতিষ্ঠা...

দিল্লি বিস্ফোরণে গাড়ি ভর্তি ছিল IED! দিল্লিতেই লুকিয়ে ছিল উমরের সহযোগী

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী আমির রশিদ আলি। আশ্চর্যজনকভাবে সেই আমির দিল্লিতে লুকিয়ে থাকলেও প্রায়...

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...
Exit mobile version