Wednesday, August 27, 2025

দুরারোগ্য রোগে আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম

Date:

দুরারোগ্য রোগে ভুগছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম৷ এই রোগ থেকে পরবর্তীকালে ক্যান্সার হতে পারে। বৃহদন্ত্রের দুরারোগ্য এই রোগটির নাম ‘ক্রোন’। দিল্লি হাইকোর্টে চিদম্বরমের জামিনের আর্জির সওয়ালে এ কথা বলেছেন তাঁর আইনজীবী কপিল সিবাল৷ আইনজীবী বলেছেন, ‘হায়দরাবাদের বিশিষ্ট চিকিৎসক নাগেশ্বর রেড্ডি চিদম্বরমের চিকিৎসা করেন৷ এই পরিস্থিতিতে ওনাকে 3 দিনের জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হোক, যাতে উনি হায়দরাবাদে গিয়ে চিকিৎসা করাতে পারেন৷’

সিবালের সুরে একই সওয়াল করেন চিদম্বরমের অপর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তাঁর বক্তব্য, ‘জেলে যাওয়ার আগে চিদম্বরমের ওজন ছিল 73.5 কেজি৷ এখন সেটা কমে দাঁড়িয়েছে 66 কেজিতে৷ জেলে ঠিকমতো খাওয়া-দাওয়া হচ্ছে না তাঁর৷ ফলে দ্রুত কমছে ওজন৷’ সিবালদের দাবির বিরোধিতা করেন ED-র আইনজীবী ও সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ তাঁর বক্তব্য, ‘অভিযুক্তকে আগেই এইমসের বিশেষজ্ঞ দেখানো হয়েছে৷ এইমসের চিকিৎসক আহুজা এই রোগের বিশেষজ্ঞ৷ উনি চিদম্বরমের চিকিৎসা করছেন৷ চিকিৎসার সময়ে উনি নিজে কথা বলেছিলেন হায়দরাবাদের চিকিৎসক রেড্ডির সঙ্গে৷ রেড্ডি জানিয়েছেন, চিকিৎসক আহুজা যে পদ্ধতিতে চিদম্বরমের চিকিৎসা করছেন, তা একেবারে ঠিক৷’ হাইকোর্টের বিচারপতি সুরেশ কয়েত এই সওয়ালের প্রেক্ষিতে বলেন, ‘সব VVIP চিকিৎসা করে থাকেন AIIMS-এ৷ ডাক্তার রেড্ডিকে এখানে নিয়ে আসা হোক৷’ কিন্তু সিবাল ও সিঙ্ঘভি হায়দরাবাদ গিয়ে চিকিৎসার দাবিতে অনড়৷ এর পরই বিচারপতি কয়েত নির্দেশ দেন,চিদম্বরমের চিকিৎসার বিষয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করবে AIIMS, সেখানে রাখা হবে হায়দরাবাদের চিকিৎসক নাগেশ্বর রেড্ডিকে৷ আজ, শুক্রবার মেডিক্যাল বোর্ড তাদের রিপোর্ট পেশ করবে হাইকোর্টে৷
এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন চিদম্বরম৷ আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআই তাঁকে গ্রেপ্তার করেছিল 21 আগস্ট৷

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version