Tuesday, November 18, 2025

সুপ্রিম কোর্টের নির্দেশ মানি না! সাফ বলে দিল সেনাবাহিনী!

Date:

সুপ্রিম কোর্টের নির্দেশ মানি না, বলে দিল সেনাবাহিনী। সুপ্রিম কোর্ট পরিস্কার নির্দেশ দিয়েছে সমকামিতা ও পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ নয়। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা বলা হল, বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার জন্য সমকামিতা ও পরকীয়াকে ভারতীয় সেনাবাহিনী শাস্তিযোগ্য অপরাধ বলেই মনে করবে। সুপ্রিম কোর্টকে সেনাবাহিনীর পরামর্শ, এই নির্দেশ নিয়ে শীর্ষ আদালতের নতুন করে ভাবা উচিত!

ভারতীয় সেনাবাহিনীর সামরিক অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অশ্বিনী কুমার বলেন আইন হিসাবে এটি হয়তো ঠিক, কিন্তু নীতিগতভাবে ভুল। দেশের শীর্ষ আদালত যদি কোনও সিদ্ধান্ত নেয়, তাহলে সব নাগরিক তা মানতে বাধ্য। কিন্তু সঠিক নাও হতে পারে। পুরো বিষয়টি আমরা সেনাবাহিনীর মধ্যে পর্যালোচনা করেছি। সেনাবাহিনীতে এ ধরণের ঘটনা ঘটলে আইনত ব্যবস্থা নিতেই হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ-এর কারনে আমরা আইনের ৪৫ নম্বর ধারার পরিবর্তে এখন থেকে ৪৬ নম্বর ধারায় বিচার করব। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই জওয়ানদের মধ্যে কোনও দুর্নীতি, শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত করব না। ইতিমধ্যে কয়েকজন অফিসারকে এই আইনে শাস্তিও দেওয়া হয়েছে। কারন সেনাবাহিনীতে সমকামিতা এবং পরকীয়া সামাজিক অবক্ষয়ের প্রতীক হিসেবেই ধরা হয়, হবে। তাই এই ধরনের কোনও ঘটনা ঘটলে আমরা সেনা আইনেই তার বিচার করব। কারণ সেই আইন তৈরির সমযয়ে এই ধরনের কোনও ঘটনা ঘটত না। তাই আইনেও উঠে আসেনি। পরবর্তীকালে এই দুই ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করে আইন করা হয়েছে।

সেনাবাহিনী কী সুপ্রিম কোর্টের উপরে? দেশের সর্বোচ্চ আদালত এরপর কী জবাব দেয় সেটাই দেখার।

আরও পড়ুন – জলদাপাড়া অভয়ারণ্যে ফের চোরাশিকারির থাবা, খুন পূর্ণবয়স্ক গন্ডার

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version