Monday, December 29, 2025

শিবসেনাকে সমর্থনে অনিচ্ছুক সোনিয়া?

Date:

Share post:

মহারাষ্ট্র কংগ্রেসের একটা বড় অংশ চাইছে বিজেপিকে শায়েস্তা করতে শিবসেনাকে সরকার গঠনে সাহায্য করুক কংগ্রেস ও এনসিপি। বিজেপিকে রাজ্যের ক্ষমতা থেকে দূরে রাখতে শিবসেনার নেতৃত্বাধীন সরকারকে বাইরে থেকে সমর্থন করলে এনডিএ-র মধ্যেও ফাটল তৈরি করা যাবে। মহারাষ্ট্র কংগ্রেসের অন্যতম নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান বলেছেন, শিবসেনা আমাদের সমর্থন চেয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠালেই আমরা দিল্লিতে আলোচনা শুরু করব। কিন্তু জানা যাচ্ছে, খোদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীরই শিবসেনাকে সমর্থনের প্রশ্নে আপত্তি রয়েছে। কারণটা অবশ্যই মতাদর্শগত। কংগ্রেস হাইকম্যান্ডের মতে, শিবসেনার মত কট্টর হিন্দুত্ববাদী দলকে সমর্থন করলে সর্বভারতীয় রাজনীতিতে সমস্যা হতে পারে। সংখ্যালঘুরাও কংগ্রেসের উপর বিরূপ হবেন। তাঁদের বক্তব্য, ঠিক যে যে কারণে কংগ্রেসের সঙ্গে বিজেপির রাজনৈতিক বিরোধিতা, সেগুলি শিবসেনার ক্ষেত্রেও প্রযোজ্য। এমনকি কিছু ক্ষেত্রে শিবসেনার অবস্থান বিজেপির চেয়েও কট্টর। ফলে শুধুমাত্র বিজেপিকে বেগ দিতে শিবসেনাকে সমর্থন মতাদর্শগতভাবে কংগ্রেসের জন্য আত্মঘাতী হতে পারে। কংগ্রেসের কিছু নেতা এও বলছেন, বিজেপি-শিবসেনার বিরোধটা আসলে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে, এর সঙ্গে আদর্শের কোনও সম্পর্ক নেই। অদূর ভবিষ্যতেই দুই শরিকের ঝামেলা মিটেও যাবে।

এদিকে এই পরিস্থিতিতে এনসিপি প্রধান শারদ পাওয়ার সোমবার দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসছেন। মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও এনসিপি-কংগ্রেসের ভূমিকা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হওয়ার কথা। পাওয়ার ইতিমধ্যেই বলেছেন, শিবসেনার মুখ্যমন্ত্রী হতেই পারে। তাদের সরকার চালানোর অভিজ্ঞতাও আছে। অতীতে শিবসেনার মনোহর যোশি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বিজেপি অকারণ ঔদ্ধত্য দেখাচ্ছে।

 

spot_img

Related articles

কলকাতার গেস্ট হাউসে রক্তাক্ত মহিলা, কুপিয়ে খুনের চেষ্টা প্রেমিকের!

উত্তর ২৪ পরগনার বাসিন্দা ৩৮ বছর বয়সী মহিলার সঙ্গে বছর চল্লিশের প্রদীপ কুমার সেলভারাজের প্রেমের সম্পর্ক। রবিবাসরীয় দুপুরে...

আজ বিষ্ণুপুর বিধানসভায় ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্যশিবির পরিদর্শনে যাবেন অভিষেক

ডায়মন্ড হারবার লোকসভার সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডিসেম্বরের গোড়া থেকে 'সেবাশ্রয় ২' (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন তৃণমূল...

অন্ধ্রপ্রদেশে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক কামরা

রবিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৫৮ জন যাত্রীবোঝাই ট্রেনে প্যান্ট্রি কারের ঠিক পাশেই দুটি কোচে...

আজ দুর্গা অঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, ১৭ একরেরও বেশি জমিতে প্রকল্পের সূচনা

নিউটাউনে আজ 'দুর্গা অঙ্গন'-এর শিলান্যাস করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple) নির্মাণের...